বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০৩:৩২ অপরাহ্ন

ঘোষনা :
  সম্পূর্ণ আইন বিষয়ক  দেশের প্রথম দৈনিক পত্রিকা   দৈনিক ইন্টারন্যাশনাল এর  পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা   । 
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে সংবিধান, আইনী নৈরাজ্য ও অতীত ইতিহাস! শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতির মিথ্যাচার বনাম সাংবিধানিক সমাধান! সহায় সম্পত্তি পুণ্যের কাজে ওয়াক্ফ গঠন ও প্রাসঙ্গিকতা! শেকড়ের সন্ধানে সাঁইজির ধামেঃ লালন কি জাত সংসারে— রক্তাক্ত মাহমুদুর রহমানের কুষ্টিয়ায় আগমন বনাম দুধের মাছিদের আনাগোনা! জনপ্রশাসন, জেলা প্রশাসক ও স্যার সম্বোধন কতটা সংবিধান ও আইনসম্মত! ক্রেতা ঠকে গেলে বিক্রেতার বিরুদ্ধে যত আইনগত প্রতিকার! আইনে জামিন চর্চা বনাম বিচারকের পদত্যাগের দাবীতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ! নিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের থেকেই ভিসি নিয়োগের অনুরোধ ইবি শিক্ষকদের সংবিধান সংস্কারঃ সংশোধন না-কি পুনর্লিখন? 
আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই সরকারের মন্ত্রিসভার শেষ বৈঠক

আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই সরকারের মন্ত্রিসভার শেষ বৈঠক

ছবি ইন্টারনেট থেকে প্রাপ্ত

ইন্টারন্যাশনাল ডেস্কঃ এই সরকারের মন্ত্রিসভার শেষ বৈঠক অনুষ্ঠিত হবে আগামী ৩ ডিসেম্বর।   মন্ত্রিপরিষদ বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা জানিয়েছেন বলে মন্ত্রিসভায় উপস্থিত একধিক সিনিয়র মন্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন আজ ।

অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী বলেছেন, ‘এবারের নির্বাচন হবে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক। মানুষ যেন শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেই ব্যবস্থা থাকবে।’

শেখ হাসিনা আরও বলেন, ‘তরুণ ভোটার মানে যুবসমাজকে আকৃষ্ট করে, এমন বিষয় আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহারে রাখতে হবে। এ বিষয়গুলোকে মাথায় রেখে যারা মনোনয়ন পেয়েছেন তারা মাঠে যান এবং কাজ করেন। আপনারা জনগণেকে আকৃষ্ট করার চেষ্টা করেন।’

এদিকে পদত্যাগ করা চার টেকনোক্র্যাট মন্ত্রীর বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিউল আলম বলেন, ‘পদত্যাগ করা চার টেকনোক্র্যাট মন্ত্রীর বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। যদিও বিষয়টি আমার এখতিয়ারভুক্ত নয়। তারা আজকের বৈঠকে উপস্থিত ছিলেন।’

মন্ত্রিপরিষদ সচিব জানান, এখন থেকে প্রতিবছর ১২ ডিসেম্বর ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস’- এর পরিবর্তে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ উদযাপন করা হবে। মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

একইসঙ্গে আজকের (সোমবার) বৈঠকে কোম্পানি (সংশোধন) আইন-২০১৮ এর খসড়ার নীতিগত অনুমোদন এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (সংশোধন) আইন-২০১৮ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

 সুত্রঃ বাংলা ট্রিবিউন

 

এই সংবাদ টি সবার সাথে শেয়ার করুন




দৈনিক ইন্টারন্যাশনাল.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।  © All rights reserved © 2018 dainikinternational.com
Design & Developed BY Anamul Rasel