সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৭:৪০ পূর্বাহ্ন
ইন্টারন্যাশনাল ডেস্কঃ আজ গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোনায়েদ সাকি বলেন আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা , চট্রগ্রাম ও পাবনা এই তিনটি আসনে নির্বাচন করবে গনসংহতি।তিনি বলেন আমরা নির্বাচন অংশ নিচ্ছি বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলনের অংশ হিসেবে।
তিনটি আসনের মধ্যে জোনায়েদ সাকি প্রার্থী হবেন ঢাকা-১২ আসনে।তিনি নির্বাচন করবেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। জুলহাসনাইন বাবু পাবনা-১ থেকে নির্বাচন করবেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির হয়ে। এবং হাসান মারুফ রুমিও চট্টগ্রাম-১০ থেকে নির্বাচন করবেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির হয়ে।
দলটির রাজনৈতিক নিবন্ধন নিয়ে আইনী জটিলতা থাকায় স্বতন্ত্র এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির হয়ে নির্বাচন করছেন তারা।