শনিবার, ২৭ Jul ২০২৪, ০৭:০৩ পূর্বাহ্ন

ঘোষনা :
  সম্পূর্ণ আইন বিষয়ক  দেশের প্রথম দৈনিক পত্রিকা   দৈনিক ইন্টারন্যাশনাল এর  পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা   । 
মানিকগঞ্জে স্কুল ছাত্র জহিরুল হত্যা মামলায়- মৃত্যুদন্ড-৪ এবং যাবজ্জীবন-৩

মানিকগঞ্জে স্কুল ছাত্র জহিরুল হত্যা মামলায়- মৃত্যুদন্ড-৪ এবং যাবজ্জীবন-৩

ইন্টারন্যাশনাল ডেস্কঃ মানিকগঞ্জে স্কুল ছাত্র হত্যা মামলায় ৪ জনের ফাঁসি ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ শহিদুল আলম ঝিনুক এ রায় দেন আজ দুপুরে।

মৃত্যুদন্ড প্রাপ্তরা হলো-রাকিব, সুলতান, রাকিবুল ও সোহেল।এর মধ্যে সুলতান পালতক রয়েছে।

অন্যদিকে যাবজ্জীবন প্রাপ্তরা হলো –আকিবুল, সজিব ও রুবেল।এদের মধ্যে পলাতক রয়েছে সজিব।

উল্লেখ্য ২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর স্কুল ছাত্র জহিরুল ইসলামকে  বাড়ি থেকে ডেকে নিয়ে ছয় টুকরো করে হত্যার পর লাশ গুম করে। এই ঘটনার ৩ দিন পর মানিকগঞ্জের বাস্তা এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

 

এই সংবাদ টি সবার সাথে শেয়ার করুন




দৈনিক ইন্টারন্যাশনাল.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।  © All rights reserved © 2018 dainikinternational.com
Design & Developed BY Anamul Rasel