শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ১০:৫৫ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্টঃ ঢাকার ধানমন্ডির দলীয় কার্যালয় থেকে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত পত্রের মাধ্যমে নৌকা প্রতিকে কুষ্টিয়া-১ (দৌলতপুর) : আকম সারোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-(সদর) : মাহবুব-উল আলম হানিফ কুষ্টিয়া-৪ (কুমারখালি-খোকসা): সেলিম আলতাফ জর্জ’কে মনোনয়ন দেন।
এ খবরে আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে ব্যপক উৎসাহ উদ্দিপনা লক্ষ করা যাচ্ছে। অনেক স্থানে চলছে আনন্দ উৎসব।
কুষ্টিয়া-৩ (কুষ্টিয়া সদর) আসনে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল হানিফ
কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন পেয়েছেন প্রাক্তন সাংসদ ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক গোলাম কিবরিয়ার নাতি ছেলে সেলিম আলতাফ জজ।
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগ নেতা আঃ কাঃ মঃ সরোয়ার জাহান বাদশা।
জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খাঁন জানান, আমরা আওয়ামী লীগের নেতাকর্মীরা নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আশা করছি আগামী নির্বাচনে কুষ্টিয়ার নৌকার প্রার্থীরা আবারো বিপুল জনসমর্থন নিয়ে জয়ী হবে। তবে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী কে হবে তা এখনো জানা যায়নি। তবে মহাজোটের প্রার্থী রয়েছেন বলে শোনা যাচ্ছেন তথ্যমন্ত্রী ও এই আসনের বর্তমান সংসদ সদস্য হাসানুল হক ইনু।