বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০১:২১ পূর্বাহ্ন
খোকসা প্রতিনিধিঃ ৭৮ কুষ্টিয়া-৪ খোকসা কুমারখালী আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচনী এলাকায় ফিরলেন তরুন নেতৃত্ব, ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ। কুষ্টিয়া ৪ আসনে কুমারখালি -খোকসার যোগ্য নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করলেন খোকসা উপজেলা আওয়ামী যুবলীগ,ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের শত শত নেতৃবৃন্দ,এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সা সাধারনসম্পাদক, সৈয়দ আলী আহসান, আবু উবায়দা শাফি,পারভেজ রাজন,ফজলু,সিরাজুল,বিপ্লব,জুয়েল,হাসান,সাইদুল,প্রমুখ।এসময় সৈয়দ আলী আহসান বলেন, আগামী দিনে সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতার কারণে দেশ আজ সমৃদ্ধির পথে এগুচ্ছে। আসুন সামনের নির্বাচনে দলমত নির্বিশেষে বিশ্ব নেত্রী জননেত্রী শেখ হাসিনার উপর আস্থা রেখে নৌকা মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করি নৌকা যার ভোট তার।আপনার পরিবার ও প্রতিবেশীকে নৌকায় ভোট দিতে উৎসাহিত করুন | এই এলাকার রাজনীতিতে নেতৃত্ব দান কারী এ পরিবারের গৌরবাজ্জল ইতিহাসের পথ পরিক্রমায় জর্জ এর দাদা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক গোলাম কিবরিয়া সংসদ সদস্য থাকা অবস্থায় আততায়ীর গুলিতে নিহত হওয়ার পর জর্জ এর বড় চাচা মরহুম আবুল হোসেন তরুন দুই বার সংসদ সদস্য নির্বাচিত হন, সর্বশেষ ২০০৮ সালে জর্জ এর বড় চাচি সুলতানা তরুন সংসদ সদস্য নির্বাচিত হন। তারই ধারাবাহিকতায় এবার কুমারখালী-খোকসার রাজনীতির অভিভাবক পরিবারের অন্যতম সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ আজ দলীয় মনোনয়ন নিয়ে নিজ এলাকায় ফিরলে শত শত নেতা কর্মী সমর্থক এর ভালবাসায় সিক্ত হলেন।