রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৬:২৩ অপরাহ্ন
সৈয়দ আলী আহসানঃ ৭৮ কুষ্টিয়া ৪ (কুমারখালী-খোকসা) আসনে আওয়ামীলীগের মনোনয়ন পত্র দাখিল করলেন ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, কুমারখালী আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামছুজ্জামান অরুন প্রমুখ। ৭৮ কুষ্টিয়া ৪ (কুমারখালী-খোকসা) আসনে নৌকার মাঝি সেলিম আলতাফ জর্জ নতুন মুখ হলেও পারিবারিক ঐতিহ্য রয়েছে ঢের। আওয়ামীলীগের এই পরিবার থেকে প্রথম ১৯৭০ সালে সংসদ নির্বাচিত হয়েছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ গোলাম কিবরিয়া,১৯৭৩ সালে পুনরায় এম পি নির্বাচিত হন মুক্তিযুদ্ধের সংগঠক গোলাম কিবরিয়া।১৯৮৬ সালে কিবরিয়ার পুত্র আবুল হোসেন তরুন এম পি নির্বাচিত হন। ২০০৮ সালে তরুনের সহধর্মিণী বেগম সুলতানা তরুন এম পি নির্বাচিত হন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই পরিবার থেকেই আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন শহীদ গোলাম কিবরিয়ার দৌহিত্র ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।