বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১১:৪১ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন বিএনপি রাজনীতিতে দেউলিয়া হয়ে গেছে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিনত করেছিল। ক্ষমতার বাইরে থেকেও তারা সন্ত্রাস, অগ্নিসংযোগ, মানুষ পুড়িয়ে হত্যার কারনে তারা জনবিচ্ছিন্ন। সন্ত্রাসী দল বিএনপিকে জনগণ আর গ্রহন করবেনা। রাজনৈতিকভাবে জনগণের কাছে তাদের আপিল করার কিছু নেই। তাই আগামী নির্বাচনে দেশের সামগ্রিক উন্নয়নের কারনেই জনগণ আওয়ামী লীগকে নিরঙ্কুশ বিজয় উপহার দিবে।
তিনি বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ায় তাঁর নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন। হানিফ আরো বলেন দলের সিদ্ধান্তের বাইরে যদি কোন প্রার্থী স্বতন্ত্র নির্বাচন করে কিংবা দলের বিরুদ্ধে অবস্থান নেয় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।