রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০৭:৪৯ অপরাহ্ন
ষ্টাফ রিপোর্টারঃ গতকাল খোকসা সরকারী কলেজের ১৯৮২, ১৯৮৩ ও ১৯৮৪ শিক্ষাবর্ষে এইচ এস সি ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানের জন্য এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন পুনর্মিলনী অনুষ্ঠানের সমন্বয়ক মোঃ ইকরাম হোসেন খান চুন্নু। সভায় উপস্থিত সকলে পুনর্মিলনী অনুষ্ঠান সফল করার জন্য অর্থ কমিটি, ব্যবস্থাপনা কমিটি, সাংস্কৃতিক কমিটি এবং আপ্যায়ন কমিটি গঠন করার বিষয়ে একমত পোষন করেন। আগামী ১৪ ডিসেম্বর পুনরায় সভার আহবান করা হয়। সভায় আলোচনা শেষে পুনর্মিলনী অনুষ্ঠানের জন্য আদায়কৃত চাঁদার অর্থ সোনালী ব্যাংক, খোকসা শাখায় সংরক্ষিত হিসাব এ জমার সিদ্ধান্ত গৃহিত হয়।