বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ১২:২৮ পূর্বাহ্ন
ষ্টাফ রিপোর্টার: খোকসা আওয়ামী যুবলীগের নেতৃত্বে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর বিজয়ী করার লক্ষে খোকসার রাজপথে অলিতে গলিতে গণসংযোগ ও নৌকার মিছিল করছেন খোকসা থানা যুবলীগের সাধারন সম্পাদক জনাব সৈয়দ আলী আহসান ও শাফির নেতৃত্বে আওয়ামী যুবলীগের অন্যান্য সংগ্রামী নেতৃবৃন্দকে নিয়ে। নৌকা নৌকা শ্লোগানে মুখরিত খোকসার রাজপথ অলিগলি।
চলমান উন্নয়নের ধারা চালু রাখতে নৌকায় ভোট দিন। একজন সৎ জননেত্রীর নেতৃত্ব ধরে রাখতেই নৌকা মার্কায় ভোট দিন।সত্যের সন্ধানে আগামীর প্রত্যাশা, সৎ যোগ্য ও ন্যায়নিষ্ঠ উজ্জ্বল এক নবদিগন্তের সম্ভাবনাময় আলোকিত ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ ভাইয়ের সালাম নিন, ৩০ তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দিন। নৌকা মানেই , ইতিহাস আর সংগ্রাম , নৌকা মানেই বিজয়ের ওপর নাম ! নৌকা মানেই মুক্তির আহবান, নৌকা মানেই জনতার জয়গান ! নৌকা মানেই লাল সবুজ পতাকা , নৌকা মানেই শির উঁচু করে থাকা !