শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১২:১৩ পূর্বাহ্ন
ষ্টাফ রিপোর্টার:৯০ এর শৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম পুরুধা,সাবেক,ছাত্রলীগ নে তা,কুষ্টিয়া সরকারী কলেজ সংসদের নির্বাচিত পত্রিকা সম্পাদক,চারদলীয় জোট সরকার যাকে বার বার কারাগারে দিয়েছেন। জননেএী শেখ হাসিনার রাজনীতি যার আদর্শ, সততা যার সাহস। মিথ্যা, অহংকার, যার ঘৃনা। মুখে নয় ভালোবাসা যার অন্তরে। মিথ্যা আশ্বাস নয়, বাস্তবতায় যে বিশ্বাসী, সত সাহস নিয়ে যিনি সর্বদাই বঙ্গবন্ধুর আদর্শের কথা বলে যাচ্ছেন এই নেতা।জননেত্রী শেখ হাসিনার আন্দোলন সংগ্রামে রাজপথের লড়াকু সৈনিক খোকসার মানুষের প্রিয়জন।বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, বিএনপি-জামাত বিরোধী আন্দোলনের অগ্রসৈনিক, বাংলাদেশ আওয়ামীযুবলীগ খোকসা উপজেলা শাখার কান্ডারী,যার নেতৃত্বে খোকসা উপজেলা আওয়ামীযুবলীগ ঐক্যবদ্ধ।খোকসা সাবেক ছাত্রলীগের নেতা রাসেল বলেন,কৃতজ্ঞ এই মহান মানুষটির প্রতি।
যিনি বিপদ মুহুর্তে
ছায়ার মতন আমাদের পাশে থাকেন। সত্যের জয়, সততার জয়, ভাল মানুষের জয় ও ভালবাসার জয় হবেই।সবাই আমার সৈয়দ ভাইয়ের জন্য দোয়া করবেন।খোকসা যুবলীগের সাবেক আহবায়ক আবু উবায়দা শাফি বলেন,সৈয়দ
ভাই খোকসার সূর্য সন্তান,গরিবের একমাএ আস্রয়স্থল,খোকসা আওয়ামীযুবলীগের আমদের শ্রদ্ধেয় বড় ভাই ও তার জন্য সবাই দোয়া করবেন। আর তিনি যেন এভাবেই আমাদের পাশে থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার সপ্নকে বাস্তবায়ন করতে পারেন।মশিউর রহমান মিল্লু বলেন,
সময়ের সাহসী সন্তান,সাবেক ছাএনেতা, যার সাহসীকতায় খোকসা আওয়ামী যুবলীগ উজ্জিবীত, অতি সু পরিচিত আমাদের সৈয়দ আলী আহসান আমি চাই আমার ভাই আওয়ামী রাজনীতকে বুকে ধারন করে এগিয়ে যাক ও জন সাধারনের কল্যানে কাজ করে যাক।উসমানপুরের ইকরাম বলেন, খোকসা অহংকার,প্রিয় ভাই, প্রিয় নেতা,রাজপথের লড়াকু সৈনিক, পরিক্ষিত ও পরিশ্রমী নেতা, সুযোগ্য সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় সৈয়দ আলী আহসানের হাত ধরে আমরা এগিয়ে যেতে চাই।
কারণ তিনি কর্মী বান্ধব নেতা,সবার সুখ-দুঃখের কথা আপনি শোনেন এবং সুন্দর পরামর্শ দেন।