বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০১:০২ অপরাহ্ন
ষ্টাফ রিপোর্টারঃ তরুন আইনজীবী, সাংবাদিক ও গবেষক সিরাজ প্রামাণিকের ২৭ তম আইন বিষয়ক গ্রন্থ ‘উত্তরাধিকার আইন’ বইটি গতকাল একুশের গ্রন্থমেলার মুক্ত মঞ্চে মোড়ক উন্মোচিত হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপিকা, বিশিষ্ট গবেষক রওশন আরা সেতু অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটির উপর আলোচনায় অংশ নেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এ্যাটর্নী জেনারেল ও আগড়তলা ষড়যন্ত্র মামলা বইয়ের লেখক এ্যাডভোকেট সাহিদা বেগম, বিশিষ্ট শিল্পপতি শাহাবদ্দিন স¤্রাট, সন্ধি কমিউনিকেশন গ্রুপের চেয়ারম্যান শিরিন আক্তার, সাহিত্যসেবী আফরোজা বেগম, পরিবেশ মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন অফিসার ও বিশিষ্ট লেখক মোস্তফা কামাল পাশা, হাবিব হাসান, মারুফ হোসেন, অশোক বিশ্বাস প্রমুখ।