রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৪:৫০ পূর্বাহ্ন
ষ্টাফ রিপোর্টার: আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে খোকসা উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট,বাজার,গ্রাম গন্জে ব্যাপক গনসংযোগ করে চলেছেন অত্যন্ত মিষ্টভাষী,সদালাপী,গরীবের বন্ধু,যুব সমাজের অহংকার,-কর্মীদের আশার আলো,পরীক্ষিত কর্মীবান্ধব নেতা খোকসা উপজেলার সর্বস্তরের মানুষের প্রানের দাবী আগামী উপজেলা নির্বাচনে সৈয়দ আলী আহসানকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসাবে দেখতে চায়।জয় বাংলা,জয় বঙ্গবন্ধু। জয় হোক শেখ হাসিনার, জয় হোক খোকসার সাধারন জনতার।।