বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১০:৪৭ পূর্বাহ্ন
সিরাজ প্রামাণিক, কুষ্টিয়া: অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কুষ্টিয়ায় জাজ ও ম্যাজিস্ট্রেটশীপের পক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন জেলা ও দায়রা জজ অরুপ কুমার গোস্বামী।
শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদনে অংশ নেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সি মোঃ মশিয়ার রহমান, স্পেশাল জজ মোঃ কামরুল হাসান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ
তহিদুল ইসলাম, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম, যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ রাখিবুল ইসলাম, উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার ও যুগ্ম জেলা ও দায়রা জজ মোছাঃ শাহনাজ নাসরিন খান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম.এম মোর্শেদ, মাসুদুজ্জামান এবং অন্যান্য বিচারকবৃন্দ।