বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১১:৫২ অপরাহ্ন

ঘোষনা :
  সম্পূর্ণ আইন বিষয়ক  দেশের প্রথম দৈনিক পত্রিকা   দৈনিক ইন্টারন্যাশনাল এর  পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা   । 
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাবে যা করণীয় জমি আপনার, দখল অন্যের! কী করবেন? রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে সংবিধান, আইনী নৈরাজ্য ও অতীত ইতিহাস! শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতির মিথ্যাচার বনাম সাংবিধানিক সমাধান! সহায় সম্পত্তি পুণ্যের কাজে ওয়াক্ফ গঠন ও প্রাসঙ্গিকতা! শেকড়ের সন্ধানে সাঁইজির ধামেঃ লালন কি জাত সংসারে— রক্তাক্ত মাহমুদুর রহমানের কুষ্টিয়ায় আগমন বনাম দুধের মাছিদের আনাগোনা! জনপ্রশাসন, জেলা প্রশাসক ও স্যার সম্বোধন কতটা সংবিধান ও আইনসম্মত! ক্রেতা ঠকে গেলে বিক্রেতার বিরুদ্ধে যত আইনগত প্রতিকার! আইনে জামিন চর্চা বনাম বিচারকের পদত্যাগের দাবীতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ!
এ্যাডভোকেট সিরাজ প্রামাণিক’র এম.ফিল ডিগ্রি লাভ

এ্যাডভোকেট সিরাজ প্রামাণিক’র এম.ফিল ডিগ্রি লাভ

SAMSUNG DIGITAL CAMERA

 

ষ্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, বিশিষ্ট কলামিস্ট ও আইনগ্রন্থ প্রণেতা পি.এম. সিরাজুল ইসলাম (সিরাজ প্রামাণিক) ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল ডিগ্রি অর্জন করেছেন। একাডেমিক কাউন্সিলের ১১৫তম সভার সুপারিশক্রমে এবং ৫ এপ্রিল’২০১৯ ইং তারিখের সিন্ডিকেটের ২৪৪তম সভায় এ ডিগ্রি অনুমোদন করা হয়। তার গবেষণার বিষয় ছিল “Right to Life and Personal Liberty in Bangladesh with Special Reference to Extra-Judicial Killing”

তার এই গবেষণা কর্মের তত্ত্বাবধায়ক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান ও ডিন প্রখ্যাত স্কলার প্রফেসর ড. মোঃ শাহজাহান মন্ডল। পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মোহম্মাদ জাফরউল্লাহ তালুকদার ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ করিম খান। তিনি কুষ্টিয়ার খোকসা মালিগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও জুবিলি ব্যাংক লিমিটেডের সাবেক ডিরেক্টর মোন্তাজ প্রামাণিক ও হাসিনা মোন্তাজের ঘরে দশম সন্তান হিসেবে ২৮/১১/১৯৮২ ইং তারিখে জন্মগ্রহন করেন। তাঁর সার্টিফিকেট নাম পি.এম. সিরাজুল ইসলাম; কিন্তু আইন পেশা ও সংবাদ মাধ্যমে তিনি সিরাজ প্রামাণিক নামেই পরিচিত। তাঁর গবেষণার বেশির ভাগ অংশজুড়েই ছিল মানুষের জীবনের অধিকার, ব্যক্তি স্বাধীনতা, মত প্রকাশের অধিকার ও বিচার বহির্ভূত হত্যাকান্ড। আইনের দৃষ্টিতে প্রত্যেক নাগরিক সমান এবং আইনের সমান আশ্রয়লাভের অধিকারী। আইন অনুযায়ী ব্যতীত কাউকে জীবন ও ব্যক্তিস্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না। আইনের মাধ্যমে যুক্তিসংগত বাধানিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের চিন্তা, বিবেক ও বাক্স্বাধীনতা থাকবে। সংবাদক্ষেত্রের স্বাধীনতাও একটি মৌলিক অধিকার। পুরো গবেষণাপত্রে এ-সংক্রান্ত বেশ কয়েকটি কেস স্টাডি বর্ণনা করেন সিরাজ প্রামাণিক। দেশী ও আন্তর্জাতিক গবেষণামূলক জার্নালে তাঁর ২০টির বেশি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এখন তাঁর অভিসন্দর্ভটি বই আকারে প্রকাশের কাজ চলছে। তিনি নিয়মিত আইনবিষয়ক কলাম লিখে চলেছেন ‘দি ডেইলী অবজারভার’সহ একাধিক জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায়। প্রকাশিত আইন গ্রন্থের সংখ্যা আঠাশটি। আইনবিষয়ক কলাম লেখায় ২০১১ সালে পান দৈনিক বাংলাদেশ বার্তা পদক, শিশু অধিকার নিয়ে রিপোর্ট করায় ২০১৫ সালে পান ‘জাতীয় শিশু পদক’ ও মানবাধিকার নিয়ে কলাম লেখায় ২০১৬ সালে পান ‘এজাহিকাফ পারফরমেন্স এ্যাওয়ার্ড’। তাঁর প্রকাশিত গ্রন্থগুলো যথাক্রমে-পকেট আইন, আইনে আপনার যত অধিকার, ২১টি আইনের সহজ পাঠ, জমি ক্রয়-বিক্রয় আইন, জমি জমার আইন-কানুন ও আলোচনা, রেজিস্ট্রেশন এ্যাক্ট এন্ড ডিড রাইটিং উইথ মডেল, রিমান্ড আইন, বিয়ে-তালাক-দেনমোহর-যৌতুক ও নারী ও শিশু নির্যাতন দমন আইন, সংবাদপত্র বিষয়ক আইন, কমন ক্রিমিনাল প্র্যাকটিস, বীকন এ্যাডভোকেটশীপ গাইড, ফৌজদারী মামলা পিটিশন পদ্ধতি, জামিন, জেরা ও যুক্তিতর্কের কলাকৌশল, দোষ স্বীকারোক্তি, পারিবারিক আইন ও উত্তরাধিকার আইন, লিগ্যাল নোটিশ ও এ্যাফিডেভিট করার পদ্ধতি, যৌনাচার, অত্যাচার বনাম আইনগত প্রতিকার, প্রাত্যহিক জীবনে আইন, ওয়াকফ বিষয়ক আইন প্রভৃতি।

এই সংবাদ টি সবার সাথে শেয়ার করুন




দৈনিক ইন্টারন্যাশনাল.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।  © All rights reserved © 2018 dainikinternational.com
Design & Developed BY Anamul Rasel