সিরাজ প্রামাণিক ॥ “তৃণমূল পর্যায়ে সঠিক সেবা পৌছে দিতে” মাসিক পুলিশ ম্যাজিস্ট্রেসী কনফারেন্স সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়ার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স সভায় জনগণের মাঝে সঠিক সেবা পৌছে দিতে সকল সরকারী কর্মকর্তাদের অনুরোধ করা হয়। সভায় শিশু আইন, মাদক, সমন জারী, গ্রেফতারী, ক্রোকি পরওয়ানা, পুলিশ কর্তৃক মামলার সাক্ষী আনয়ন, মেডিকেল সনদ, ময়নাদন্ত রিপোর্ট, মালখানার মালামাল, সঠিক সময় বিচারাধীন আসামীদের আদালতে প্রেরণ, পুলিশের রিমান্ড, ৫৪ ধারা ও পারিবারিক মামলায় গ্রেফতারী পরোয়ানা তামিলসহ নানা বিষয়ে আলোচনা হয়। আলোচনা শেষে উপস্থিত সবাই মিলে সঠিক আইনী পদক্ষেপ গ্রহণ করে সমাজ থেকে অপরাধ দমনে কার্যকারী ভুমিকা রাখার অঙ্গীকার করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণ, সিভিল সার্জন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার, র্যাব-১২, ৪৭ বর্ডারগার্ড এর প্রতিনিধি, পিবিআই, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও দুদকের সহকারী পরিচালকগণ, জেলা আইনজীবী সমিতির সভাপতি, পিপি, এপিপি গণ, জেল সুপার, সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : এ্যাডভোকেট পি. এম. সিরাজুল ইসলাম ( সিরাজ প্রামাণিক)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :কুষ্টিয়া আদালত চত্ত্বর, খুলনা, বাংলাদেশ।
মোবাইল : 01716-856728, ই- মেইল : seraj.pramanik@gmail.com নিউজ: dainikinternational@gmail.com