সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০২:১৩ অপরাহ্ন
সাদিকুল সাগর (সন্ধ্যা ৭.১০মিনিট; ২৫ মার্চ’ ২০২০)
সেই যে গেলো শনিবার…
উৎকন্ঠার ভীড়ে হারিয়ে গেলো শান্তির ঘুম সবার…..
জেগে জেগে দেখি করোনার থাবায় হারিয়ে যাচ্ছে এক একটি নক্ষত্র…
তন্দ্রার ভেতরে দেখি করোনার ভয়াল চিৎকার….
তবু, তবুও ফিরেনা হুশ সবার…
ওরে আহম্মক, ওরে বলদ, এখন যে সময়-
সঙ্গনিরোধ থাকবার।
জানি, হয়তো একদিন ঘুঁচে যাবে সব নিস্তব্ধতা….
পৃথিবী খুঁজে পাবে তার শুদ্ধতা।
অনেক কিছুই হয়তো যাবে হারিয়ে…..
পৃথিবীকে ফের সুস্বাগত জানিয়ে……
সবাই, সবাই আবার একসাথে গাইবে সাম্যের গান…
পৃথিবী আবার ফিরে পাবে তার প্রাণ।
আজকের এই সাময়িক বিচ্ছিন্নতা, এই অবন্ধন-
জন্ম দিক সহস্র বন্ধন।
আজও আমি একটি নতুন ভোরের স্বপ্ন দেখি……
আজও আমি আশায় থাকি ..
মহামারী করোনার ঝড় থেমে যাবে-
সুস্থ হবে তামাম পৃথিবী।
লেখক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক।