রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৬:৫২ অপরাহ্ন
এস, এম, শরিয়ত উল্লাহ
শ্বাসরুদ্ধকর দিনগুলো পেছনে ফেলে,
আমাদের দেখা হবে।
দুর্যোগের দিনগুলো পেরিয়ে এসে,
আবার দেখা হবে।
মুখোমুখি কথা হবে।
দূরত্বের এই সূত্রকে জয় করে,
কাছাকাছি আসা হবে।
মন খারাপের ক্ষন আড়াল করে,
খোলা প্রাণে হাসা হবে।
পাশাপাশি হাঁটা হবে।
অবরুদ্ধ পৃথিবীর রুদ্ধ দুয়ার খুলে,
নবরূপে সাজা হবে।
ছিন্ন সকল বাঁধন,
পুনরায় বাঁধা হবে।
আবার দেখা হবে।
(১৫/০৪/২০২০ খ্রি)