শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৩:৪২ অপরাহ্ন
নিরাশার মাঝেও কিছু কর্মকর্তার ইতিবাচক সাড়া আশার সঞ্চার করে। সরকারি সেবা সহজীকরনে ও জনবান্ধব প্রশাসন বিনির্মাণে কিছু সরকারি কর্মকর্তা মাঠ পর্যায়ে নিরন্তর কাজ করে যাচ্ছেন। যাঁদের কাছে তৃণমূল পর্যায়ের সেবা গ্রহীতাগণ ঋণী। তেমনই একজন নির্মোহ, দক্ষ, মানবিক, ভূমিসেবা সহজীকরনের মূর্ত প্রতীক এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার অন্যতম যোদ্ধা কুষ্টিয়া জেলা প্রশাসনের এনডিসি শ্রদ্ধেয় Musabbirul Islam মহোদয়। চাকুরীজীবনে তিনি যেখানেই অবস্থান করেছেন সেখানেই তিনি তাঁর প্রতিভা ও অসামান্য যোগ্যতার পরিচয় দিয়েছেন। এছাড়াও তিনি ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শ্রেষ্ঠ বিতার্কিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি তাঁর মেধা ও মননে প্রতিটি মূহুর্তেই ইতিবাচক দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন। তাঁর মতো একজন বহুমুখী প্রতিভার অধিকারী কর্মকর্তা পেয়ে আমরা কুষ্টিয়াবাসী ধন্য। আশা করি, তিনি তাঁর কর্মদক্ষতা, সৃজনশীলতা এবং অসামান্য প্রতিভা দ্বারা জীবনের প্রতিটি ক্ষেত্রেই তিনি সফলকাম হবেন। সুপ্রিয় স্যারের জন্য নিরন্তর শুভ কামনা রইলো!