সৈয়দ আলী আহসানঃ কুষ্টিয়ার খোকসা উপজেলায় ঢাকা ফেরত তিন পোশাক শ্রমিকের শরীরে করোনা পজেটিভ ধরা পড়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। ২৭ মে এ সব রোগীদের সোয়াব (নমুনা) সংগ্রহ করা হয়েছিল।
তিনি বলেন, শুক্রবার বিকালে কুষ্টিয়ার পিসিআর ল্যাব থেকে প্রেরিত খুদে বার্তা ও ইমেলের মাধ্যমে বিষয়টি তাদের নিশ্চিত করা হয়। এতে বলা হয়, উপজেলার বেতবাড়িয়া গ্রামের পোশাক শ্রমিক মো: আরিফুল ইসলাম,#জাগলবা গ্রামের মো: মফিজ উদ্দিন ও #শোমসপুর গ্রামের মো: শুকুর আলীর শরীরে প্রাণঘাতী করোনা ভাইরাসের অস্থিত্ব পাওয়া গেছে।
তিনি জানান, ঈদ উপলক্ষে ঢাকা, সভার ও নারায়গঞ্জ থেকে কয়েকশ শ্রমিক উপজেলার বিভিন্ন গ্রামে ফিরে আসেন। তাদের মধ্যে এই তিন শ্রমিকের শরীরে করোনার লক্ষন দেখা দেয়। সন্দেহ ভাজন আক্রান্তদের নমুনা সংগ্রহ করা হয়। এসব ব্যাক্তিদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। শুক্রবার বিকালে রিপোর্ট আসার পর রোগীদের বাড়ি ও মহল্লা লকডাউন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : এ্যাডভোকেট পি. এম. সিরাজুল ইসলাম ( সিরাজ প্রামাণিক)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :কুষ্টিয়া আদালত চত্ত্বর, খুলনা, বাংলাদেশ।
মোবাইল : 01716-856728, ই- মেইল : seraj.pramanik@gmail.com নিউজ: dainikinternational@gmail.com