শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১২:২২ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসার থানাপাড়ার আক্রান্ত ওই ব্যক্তির স্ত্রীসহ দুই জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত অপরজনের বাড়ি উপজেলা আমলাবাড়ি গ্রামে। কুষ্টিয়া পিসিআর ল্যাবে তাদের করোনা পজেটিভ আসে।
শুক্রবার (৫ জুন) বিকেলে এ তথ্যটি নিশ্চিত করেছেন খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুজ্জামান সোহেল।
তিনি বলেন, আমরা ২ তারিখেই থানাপাড়ার ওই বাড়িটি লকডাউন করেছি। আর আমলাবাড়ির আক্রান্ত ব্যক্তির বাড়িও লকডাউন করার জন্য প্রশাসনের সহায়তা চেয়েছি।
তিনি আরও বলেন, আক্রান্তরা সবাই ঢাকা ফেরত। তাদের চিকিৎসার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।
এর আগে শুক্রবার (২৯ মে) খোকসায় আরও তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। কুষ্টিয়া পিসিআর ল্যাবে তাদের করোনা পজেটিভ ধরা পড়ে।
খোকসায় এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৭। এদের মধ্যে একজন সুস্থ্য হয়েছেন।
উল্লেখ্য খোকসায় এর আগে ডিএমপির এক পুলিশ সদস্য করোনা পজেটিভ ছিলেন। বর্তমানে তিনি সুস্থ বলে ডিএমপি সূত্রে জানা গেছে।