শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৬:৫৯ অপরাহ্ন
সৈয়দ আলী আহসান, খোকসা থেকে: কুষ্টিয়ার খোকসায় নতুন করে আরও দুজন করোনায় আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা ১২ জন । এরা সম্পর্কে ভাই-বোন। তাদের বাড়ি উপজেলার জানিপুরের কেটিডি ক্লাবের সামনে।
মঙ্গলবার (৯ জুন) কুষ্টিয়ার পিসিআর ল্যাব থেকে তাদের করোনা পজেটিভ আসে।
মঙ্গলবার (৯ জুন) বিকেলে এ তথ্যটি নিশ্চিত করেছেন খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুজ্জামান সোহেল।
তিনি বলেন, আমরা ইতোমধ্যেই ওই বাড়িটি লকডাউন করার জন্য প্রশাসনের সহায়তা চেয়েছি।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের সূত্রে জানা গেছে, পিসিআর ল্যাবে আজ ০৯ জুন ২০২০ মোট ৩৬০ টি নমুনার মধ্যে কুষ্টিয়া ২০০, চুয়াডাঙ্গা ৬৬, মেহেরপুর ৫২, ঝিনাইদহ ৪২ জন রয়েছে। কুষ্টিয়ায় সদর উপজেলায় ৯ জন, মিরপুর উপজেলায় ২ জন, খোকসা উপজেলায় ২ জন ও কুমারখালী উপজেলায় ২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আজ মোট ১৫ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে৷
চুয়াডাঙ্গা জেলায় ৪ জন, ঝিনাইদহ জেলায় ৫ জন ও মেহেরপুর জেলায় ২ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এছাড়া বিভিন্ন জেলায় ২ টি ফলোআপ রিপোর্ট পজেটিভ এসেছে। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷
কুষ্টিয়ার সদর উপজেলায় আক্রান্ত ৯ জনের ঠিকানা কোর্টপাড়া, মজমপুর, কমলাপুর, ৩ জন খাজানগর, ৩ জন জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়া।
মিরপুর উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানা পোড়াদহ। কুমারখালী উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানা নন্দলালপুর ও কুমারখালী পৌরসভা। খোকসা উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানা জানিপুর, খোকসা।