শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৮:২৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ কুষ্টিয়ায় গতকাল বৃহস্পতিবার ২৪ জন করোনায় আক্রান্ত হলেও একদিনের ব্যবধানে আজ শুক্রবার নতুন করে ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে কুষ্টিয়ার ৬৪ টি নমুনার মধ্যে মাত্র একজনের রিপোর্ট পজেটিভ এসেছে। এ পর্যন্ত সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ৪১ জন।
নতুন সনাক্ত হওয়া ব্যক্তির ঠিকানা কুমারখালীর নন্দলালপুরে। আক্রান্ত ওই পুরুষ ব্যক্তির বয়স ৩৮ বছর। শুক্রবার (১২ জুন) এ তথ্য নিশ্চিত করেছে কুষ্টিয়া জেলা সিভিল সার্জন অফিস।
এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে কুষ্টিয়া একজন মারা গেছেন। তার বাড়ি কুমারখালী উপজেলার শেরকান্দী গ্রামে। যার বয়স ১০১ বছর।
জেলা সিভিল সার্জন অফিস জানায়, এ নিয়ে কুষ্টিয়ায় এখন পর্যন্ত বহিরাগত বাদে ২০৩ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হল। বুধবার (১০ জুন) কুমারখালিতে শনাক্ত হওয়া মহিলা রোগী ফলোআপ পজেটিভ হওয়ায় তাকে এ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
এখন পর্যন্ত দৌলতপুরে ২৯, ভেড়ামারায় ৩৩, মিরপুরে ১৮, সদরে ৮৫, কুমারখালীতে ২৬ ও খোকসায় ১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে পুরুষ রোগী ১৫৩ ও নারী ৫০ জন।
সুস্থ ৪১ জনের মধ্যে দৌলতপুরে ১২, ভেড়ামারায় ২, মিরপুরে ৭, সদরে ৬, কুমারখালীতে ৯ ও খোকসা ১। আর খোকসার একজনসহ মোট দুই বহিরাগত সুস্থ হয়েছেন।
বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১৫৬ জন। হাসপাতালে চিকিৎসাধীন নয়জন।