বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১০:২৬ পূর্বাহ্ন
ষ্টাফ রিপোর্টার: আবু বক্কর সিদ্দিক (৬০) নামের ওই ব্যক্তি বুধবার দিবাগত রাত ২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৃত আবু বক্কর পেশায় একজন কৃষক এবং উপজেলার যদুবয়বা ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা। জানা যায়, প্রায় এক বছর পূর্বে নিহতের কন্যা ময়না (১১) ও দুই বছর পূর্বে তার স্ত্রী নুরজাহানের একই ঘরে সাপের কামড়ে মৃত্যু হয়েছিল।
প্রতিবেশীরা জানান, প্রতিদিনের মতই মঙ্গলবার রাতে নিহত আবু বক্কর ঘুমিয়ে পড়লে রাত ১১ টার দিকে তার গলায় কামড় দেয় সাপ। এসময় তিনি নিজেই সাপটিকে ধরে মাটিতে আছাড় মেরে হাতপাখা দিয়ে আঘাত করলে সাপটি দুর্বল হয়ে যায়। পরে প্রতিবেশীরা ছুটে এসে সাপ ও নিহত বক্করকে স্থানীয় মন্টু সাপুড়িয়ার বাড়িতে নিয়ে যায়। সাপুড়িয়া আবু বক্করকে পরীক্ষা করে বলেন তার আর কিছু করার নেই। পরে তাকে মোটরসাইকেল যোগে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
নিহতের ভাই ইউপি সদস্য মতিয়ার রহমান জানান, রাতে শুয়ে থাকা অবস্থায় সাপে কামড় দিলে সাপ ও নিহত আবু বক্করকে প্রথমে সাপুড়িয়ার বাড়িতে এবং পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।