শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ১০:৪৬ পূর্বাহ্ন
ষ্টাফ রিপোর্টারঃ পদ্মার শাখা জগন্নাথপুর কোল খোকসা অংশে এ বছর (বাংলা ১৪২৭) উন্মুক্ত দরপত্র কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। অদ্য বেলা ১ ঘটিকায় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে এ উন্মুক্ত দরপত্রে গোসাইডাঙ্গী-আমলাবাড়ি মৎস্যজীবী সমবায় সমিতি ও ছোট গোপগ্রাম ধোকড়াকোল মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ উন্মুক্ত দরপত্রে অংশ নেয়। জলমহলের ইজারা দরপত্রের সকল নিয়ম কানুন মেনে অত্যন্ত সুষ্ঠুভাবে অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) ওবায়দুর রহমানের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ ডাকে সর্বোচ্চ দরদাতা গোসাইডাঙ্গী-আমলাবাড়ি মৎস্যজীবী সমবায় সমিতি খোকসা অংশকে কোল ইজারা দিতে সম্মত হয়। এ বছর ডাক হয়েছে ১৬,৫৯,০০০ টাকা। গত বছর ১৪২৬ বাংলা সনে ডাক হয়েছিল মাত্র ৮৪, ৮২১/=টাকা। অথচ মাত্র এক বছরের ব্যবধানে খোকসা অংশের জলমহালে মাছ ধরার লাইসেন্স ফি এক লাফে ১৬ গুন বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে ছোট গোপগ্রাম ধোকড়াকোল মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ এর সভাপতি আঃ কালাম মল্লিক জানান, সরকারের রাজস্ব বৃদ্ধি হয়েছে এবং সাধারণ মৎস্যজীবীরা লাভবান হবে। কিন্তু সাধারণ মৎস্যজীবীরা বলছেন এতে লাভবান হলো স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ আর ক্ষতিগ্রস্থ হলো সাধারণ মৎস্যজীবীরা। এদিকে গোপগ্রাম ধোকড়াকোল মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ এর সভাপতি আঃ কালাম মল্লিক জানান, নিয়ম অনুযায়ী আগামী ২০ জুলাইয়ের মধ্যে টেন্ডারপ্রাপ্তি সমিতি যদি ডাকের ১৬,৫৯,০০০/=টাকা জমা প্রদান করে ডিসআর না কাটেন, তাহলে টেন্ডার আপনা-আপনি বাতিল বলে গণ্য হবে