সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৭:৩৭ পূর্বাহ্ন
সিরাজ প্রামাণিকঃ কুষ্টিয়া জেলা শহরে বসবাসরত খোকসা উপজেলার মানুষদের নিয়ে গঠিত ‘কুষ্টিয়াস্থ খোকসা ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন’ এর অফিস উদ্বোধন ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় কুষ্টিয়া কাটাইখানা মোড়স্থ সমবায় ভবন-৩ এ খোকসার শতাধিক গুনী মানুষের উপস্থিতিতে এক অনাড়ম্বর পরিবেশে ফিতা কেটে অফিস উদ্বোধন করেন ‘কুষ্টিয়াস্থ খোকসা ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন’ এর সভাপতি সালাউদ্দিন মাহমুদ বিশ্বাস বাটু।
আলোচনা সভায় অংশ নিয়ে এ্যাসোসিয়েশনের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্ম পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন খোকসার কৃতি সন্তান জীবন বীমা কর্পোরেশনের সাবেক জিএম জনাব মোঃ আকামদ্দিন, সাবেক সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুস সালাম, কুষ্টিয়া জজ কোর্টের সিনিয়র আইনজীবী এ্যাড মোঃ আব্দুল খালেক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক কামরুজ্জামান কামাল, ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. লুৎফর রহমান, কুষ্টিয়া সরকারী কলেজের সহযোগী অধ্যাপক ড. মোঃ আব্দুল কুদ্দুস খান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শরিফুল ইসলাম, কুষ্টিয়া জিলা স্কুলের সিনিয়র শিক্ষক জনাব মোঃ আব্দুল জলিল, সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা জনাব হারুন-অর রশিদ খান, এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া মুসলিম হাইস্কুলের শিক্ষক জনাব মোঃ মাসুদ রানা, এ্যাসোসিয়েশনের স্বপ্নদ্রষ্টা জনাব মোঃ একরাম হোসেন খান চুন্নু, কুষ্টিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ রেজাউল করিম, সোহান’স ভার্সিটি কোচিং সেন্টারের স্বত্বাধিকারী নাহিদুল ইসলাম সোহান, কুষ্টিয়া জেলা পৌরসভা কর্মচারী এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বাবু, সমাজসেবা কর্মচারী এ্যাসোসিয়েশনের নেতা রবিউল ইসলাম প্রমুখ।