শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১২:৫২ অপরাহ্ন
সিরাজ প্রামাণিকঃ কুষ্টিয়ায় দীর্ঘ ৪ মাস পর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক পাওয়ায় আইনজীবী, আদালতের কর্মকর্তা-কর্মচারী ও বিচার প্রার্থীরা মহাখুশি। কুষ্টিয়ার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জনাব হাবিবুল ইসলামকে জেলা ও দায়রা জজ (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল) পদে পদোন্নতি দিয়ে শূন্য এ আসনে অধিষ্ঠিত করেছেন। এরই মধ্যে আদালতের কর্মকর্তা কর্মচারীরা স্যারকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন। উল্লেখ্য, দীর্ঘ ৪ মাস পর কুষ্টিয়া জেলা ও দায়রা জজ হিসেবে সিনিয়র বিচারক জনাব আবু তাহের যোগদান করেছেন। উল্লেখ্য, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মশিউর রহমান গত নভেম্বর’২০২০ মাসে বদলী হন। এর কয়েকদিন পরেই জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী অবসরজনিত কারণে এ পদটি শূণ্য হয়। এরপর প্রায় ১০ বছর ধরে একই ষ্টেশনে বিভিন্ন পদে বিচারক হিসেবে দায়িত্বপালনকারী বর্তমান অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক তৌহিদুল ইসলাম নিজের দায়িত্বের পাশাপশি ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। এতে ভোগান্তিতে পড়েন আইনজীবী ও বিচারপ্রার্থীগণ। এ বিচারকের ভারপ্রাপ্ত দায়িত্ব পালনকালে মামলা নিষ্পত্তির সংখ্যা একেবারেই কমে যায়। আইনজীবীরা জানান, বিচারক না থাকায় যেমন মামলা দায়েরে বিলম্ব ঘটছে ঠিক তেমনি মামলা জট সৃষ্টি হচ্ছে। মামলা দায়ের ও নিষ্পত্তির সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। উল্লেখ্য, বিচারক তৌহিদুল ইসলাম অবশেষে মেহেরপুরে বদলী হয়েছেন। এর আগে হাবিবুল ইসলাম স্যার পদোন্নতি পাওয়ায় জুনিয়র ম্যাজিস্ট্রেটদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন এবং তিনি তাদের প্রতিও কৃতজ্ঞতা এবং শুভ কামনা জানিয়েছেন।