রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৬:৪৪ অপরাহ্ন
নিজস্ব সংবাদদাতা: নিজ উদ্যোগে দুইশ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মো. খায়রুল আলম।
বুধবার দুপুরে কুষ্টিয়া পুলিশ লাইন্স মাঠে গরিব, অসহায়, কর্মহীন ও দুস্থদের মাঝে তিনি ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
এসপি খায়রুল আলম বলেন, করোনার ভয়াবহ প্রকোপ থেকে রক্ষা পেতে হলে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরার বিকল্প নেই। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে দৈনন্দিন কাজ সম্পাদন করতে হবে। বৈশ্বিক মহামারি করোনার হাত থেকে বাঁচতে নিজে সচেতন হতে হবে এবং অন্যকে সচেতন করে তুলতে হবে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসপি) মো. ফরহাদ হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।