বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১১:১৮ পূর্বাহ্ন

ঘোষনা :
  সম্পূর্ণ আইন বিষয়ক  দেশের প্রথম দৈনিক পত্রিকা   দৈনিক ইন্টারন্যাশনাল এর  পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা   । 
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাবে যা করণীয় জমি আপনার, দখল অন্যের! কী করবেন? রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে সংবিধান, আইনী নৈরাজ্য ও অতীত ইতিহাস! শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতির মিথ্যাচার বনাম সাংবিধানিক সমাধান! সহায় সম্পত্তি পুণ্যের কাজে ওয়াক্ফ গঠন ও প্রাসঙ্গিকতা! শেকড়ের সন্ধানে সাঁইজির ধামেঃ লালন কি জাত সংসারে— রক্তাক্ত মাহমুদুর রহমানের কুষ্টিয়ায় আগমন বনাম দুধের মাছিদের আনাগোনা! জনপ্রশাসন, জেলা প্রশাসক ও স্যার সম্বোধন কতটা সংবিধান ও আইনসম্মত! ক্রেতা ঠকে গেলে বিক্রেতার বিরুদ্ধে যত আইনগত প্রতিকার! আইনে জামিন চর্চা বনাম বিচারকের পদত্যাগের দাবীতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ!
কুষ্টিয়ায় ‘বিড়ি-সিগারেটের অবৈধ বানিজ্য বন্ধে স্থানীয় পর্যায়ে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় ‘বিড়ি-সিগারেটের অবৈধ বানিজ্য বন্ধে স্থানীয় পর্যায়ে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

ষ্টাফ রিপোর্টারঃ জনস্বাস্থ্য রক্ষায়, রাজস্ব বৃদ্ধিতে এবং মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত দেশ গড়তে হলে বিড়ি-সিগারেটের অবৈধ বানিজ্য সম্পূর্ণভাবে নির্মূল করার কোন বিকল্প নেই। চোরাচালানকৃত বিদেশী সিগারেটের সয়লাব, নকল ও ব্যান্ডরোলবিহীন সিগারেট বাজারজাতকরণ এবং নির্ধারিত মূল্যের চেয়েও কমমূল্যে গ্রাম-গঞ্জের বাজারের বিড়ি-সিগারেট বিক্রিসহ দেশের প্রচলিত বিভিন্ন আইন ভঙ্গের মাধ্যমে পরিচালিত তামাকের অবৈধ ব্যবসা সরকারের তামাকনিয়ন্ত্রণ কার্যক্রম মারাত্বক ভাবে ব্যাহত করছে। আজ ২০ নভেম্বর ২০২১ তারিখ শনিবার সকাল ১১টায় কুষ্টিয়ায় ফেয়ার সম্মেলন কক্ষে ডঐঙ-ঋঈঞঈ বাস্তবায়নে বেসরকারী সংগঠনের সমন্বিত জাতীয় প্লাটফর্ম ‘এলায়েন্স ফর এফসিটিসি ইমপ্লিমেন্টেশন বাংলাদেশ (এএফআইবি), মানবিক এবং ‘ফেয়ার’ আয়োজিত ‘বিড়ি-সিগারেটের অবৈধ বানিজ্য বন্ধে স্থানীয় পর্যায়ে করনীয়’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা তুলে ধরেন। ফেয়ারের ভাইস চেয়ারম্যান তাজনিহার বেগমের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহকারী সচিব মোঃ রফিকুল ইসলাম, সম্মানিত অথিতি হিসেবে আরো উপস্থিত ছিলেন একই মন্ত্রণালয়ের সহকারী সচিব এমডি কামাল হোসেন ও ফেয়ার এর প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন ফেয়ার এর পরিচালক দেওয়ান আখতারুজ্জামান এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন মানবিকের সিনিয়র তামাক নিয়ন্ত্রণ কর্মকর্তা সুমন শেখ। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন গণমাধ্যম কর্মী বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি মো হাসান আলী, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি শরিফ বিশ^াস, আইনজীবী সিরাজ প্রামানিক, আলোর দিশা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক ফারুক আহমেদ, মহিলা উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক নিলুফা আক্তার, সিডিএল ট্রাস্ট এর নির্বাহী পরিচালক আক্তারী সুলতানা, সাবেক ব্যাংক কর্মকর্তা খলিলুর রহমান মজু প্রমুখ।

বক্তারা উল্লেখ করেন, দেশের বিভিন্ন জেলায় প্রচলিত বিভিন্ন আইনের তোয়াক্কা না করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গড়ে উঠেছে ছোট বড় শতাধিক বিড়ি-সিগারেট উৎপাদনকারী/বিপননকারী তামাক কোম্পানী। এ সকল কোম্পানীর অধিকাংশই বৈধভাবে তামাক কোম্পানী পরিচালনার নিমিত্তে দেশের প্রচলিত আইনসমূহ ভঙ্গ করছে। তন্মধ্যে – তামাক নিয়ন্ত্রণ আইন, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন এবং উৎপাদিত বা আমদানীকৃত তামাকযুক্ত সিগারেটের মূল্য নির্ধারণসহ উহার প্যাকেটে স্ট্যাম্প বা ব্যান্ডরোল ব্যবহার পদ্ধতি বিধিমালা, কপিরাইট আইন, ট্রেডমার্ক আইন, প্যাটেন্ট আইন, ভোক্তা অধিকার সংরক্ষন আইন, বয়লার আইন, বাংলাদেশ শ্রম আইন, পরিবেশ সংরক্ষন আইন প্রভৃতি উল্লেখযোগ্য। তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে হলে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুততার সাথে দেশের আনাচে-কানাচে গড়ে ওঠা নামী-বেনামী তামাক কারখানাসমূহ পরিদর্শন করতঃ অবৈধ কারখানাগুলো স্থায়ীভাবে বন্ধ করতে হবে।

মতবিনিময় সভায় বিড়ি-সিগারেটের অবৈধ বানিজ্য বন্ধে সরকারের দায়িত্বপ্রাপ্ত দপ্তর/এজেন্সীদের মাধ্যমে কোম্পানীগুলো দেশের প্রচলিত সকল আইন মেনে প্রতিষ্ঠান পরিচালনা করছে কি না তা যাচাই-বাছাই করতঃ নবায়নের/বন্ধের ব্যবস্থা নিশ্চিত করা, তামাকের ফ্যাক্টরী গেইটে ব্যান্ডরোল মনিটরিং ব্যবস্থা জোরদার করা, নকল সিগারেট উৎপাদনকারী অবৈধ কারখানাগুলোকে চিহ্নিত করে সকল মেশিনারিজ ধ্বংস ও কঠোর শাস্তি প্রদানের মাধ্যমে এগুলি সীলগালা করে বন্ধ করা, নকল সিগারেট বন্ধে সিগারেট কোম্পানীকে ভ্যাট দেয়ার পূর্বে তার সকল ট্রেডমার্ক আইন রক্ষা করে কিনা তা যাচাই-বাছাই করে দেখা, প্রতিটি সিগারেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিকিউরিটি প্রিন্টিং প্রেস হতে ট্যাক্স স্ট্যাম্প সংগ্রহ করছে কিনা তার তালিকা সংগ্রহ ও কঠোর নজরদারি করা, বয়লার পরির্দশকের দ্বারা বয়লার আইন ভঙ্গ করে বয়লার স্থাপন ও পরিচালনা করছে কি না তদারকি করা, পরিবেশ সংরক্ষন আইন অনুযায়ী ছাড়পত্র প্রাপ্তি সাপেক্ষে কারখানা স্থাপন নিশ্চিত করা, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মাধ্যমে নিয়মিত বাংলাদেশ শ্রম আইন প্রতিপালন নিশ্চিত করা, জেলা প্রশাসন/উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোট পরিচালনার মাধ্যমে সকল আইন প্রতিপালনের বিষয় নিশ্চিত করাসহ সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ যেমন- কাষ্টমস্, পুলিশ, র‌্যাব, বিজিবি ও প্রশাসনের সমন্বয়ের মাধ্যমে চোরাচালানকৃত, নকল এবং ব্যান্ডরোল বিহীন সিগারেট বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জোর সুপারিশ জানানো হয়।

এই সংবাদ টি সবার সাথে শেয়ার করুন




দৈনিক ইন্টারন্যাশনাল.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।  © All rights reserved © 2018 dainikinternational.com
Design & Developed BY Anamul Rasel