বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১০:৪৫ পূর্বাহ্ন
লেখকঃ এম.এ কাদের
নিজেতে যার নেই বিশ্বাস
পথে চলবে কেমনে,
ভুলে ভরা জীবন টারে
ক্ষমা করেনা আপনে।
শত্রুর সাথে সন্ধি করে
মিত্রের সাথে বৈরী,
হীন স্বার্থে স্বজনের মাঝে
বিভেদ করে তৈরী।
ক্ষমতার লাগি অন্ধ হয়ে
মিথ্যার সাথে বসবাস,
সত্যের তরে নেই মিতালী
নিত্য করে পরিহাস।
পথিক তুমি ভুলেছ পথ
এমন খেলা ভালো নয়,
মুখোশ তোমার খুলেই যাবে
সত্যের হবেই জয়।
জানুয়ারী ০২, ২০২২