ষ্টাফ রিপোর্টারঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে গতকাল কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী রিফাত জাহান মুন্না’কে সমগ্র বাংলাদেশের অধিক্ষেত্রে কাজ করার জন্য নোটারী পাবলিক হিসেবে নিয়োগ দিয়েছেন। এ নিয়োগের মধ্যে দিয়ে তিনি কুষ্টিয়া জেলার একমাত্র নারী নোটারী পাবলিকের মর্যাদা লাভ করলেন। দি নোটারীস অর্ডিন্যান্স, ১৯৬১ এর ৩ ধারার ক্ষমতাবলে রাষ্ট্রপতির আদেশক্রমে ২৮ মার্চ নোটারী হিসেবে কাজ করার জন্য সার্টিফিকেট ইস্যু হয়েছে। মুন্না কুষ্টিয়ার ১০/১৭, খান বাহাদুর শামসুজ্জোহা সড়ক, গোশালা, কোর্ট পাড়ার বাসিন্দা রফিকুল ইসলাম ও নাসরিন আকতার এর কন্যা। স্বামী মীর মাহমুদুল হক চৌধুরী একজন ব্যাংক কর্মকর্তা। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে অনার্স, মাস্টার্স, এম.ফিল ডিগ্রি অর্জন করে বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ে পি.এইচ.ডি অধ্যয়ন করছেন। এছাড়াও তিনি লিগ্যাল এইড, ব্লাস্ট,এন.আর.বি.সি ব্যাংক ও কর্মসংস্থান ব্যাংকের প্যানেল আইনজীবী হিসাবে সুনামের সাথে কাজ করে চলেছেন।
সম্পাদক ও প্রকাশক : এ্যাডভোকেট পি. এম. সিরাজুল ইসলাম ( সিরাজ প্রামাণিক)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :কুষ্টিয়া আদালত চত্ত্বর, খুলনা, বাংলাদেশ।
মোবাইল : 01716-856728, ই- মেইল : seraj.pramanik@gmail.com নিউজ: dainikinternational@gmail.com