শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৪:৫৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ইন্টারন্যাশনালের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। কুষ্টিয়ার ঐহিত্যবাহী গণমাধ্যম দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকাটি হাঁটি হাঁটি পা পা করে আজ ৪র্থ বর্ষে পদার্পণ করেছে। পত্রিকাটিতে একঝাঁক মেধাবী সাংবাদিকেরা কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যেই পত্রিকাটি গণমানুষের মুখপাত্রে পরিণত হয়েছে। শুক্রবার কুষ্টিয়ার রেনউইক বিনোদন ও রিসোর্ট পার্কে দিনটা উদযাপন করা হয়। আলোচনা অনুষ্ঠানের পর কেক কাটা ও দোয়া করা হয়। পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল রানার সভাপতিত্বে সিনিয়র স্টাফ রিপোর্টার সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পত্রিকার প্রকাশক ও সম্পাদক এ্যাড. পি.এম সিরাজুল ইসলাম (সিরাজ প্রামানিক)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম মনা উপস্থিত থেকে বক্তব্য রাখেন। আলোচনা অনুষ্ঠানে বক্তব্যে রাখেন, ব্যবস্থাপনা সম্পাদক এসএম সুমন হোসেন, বার্তা সম্পাদক কুদরত উল্লাহ, স্টাফ রিপোর্টার আজিজুল ইসলাম, সজিবুল ইসলাম, ফারুক মালিথা, রাশেদুজ্জামান মিলন, খোকন আলী, জাহাঙ্গীর আলম, জাহিদ হাসান, ওসমান আলী, ফিরোজ আলী, সম্রাট আলী, আলাউদ্দিন, নাইম খন্দকার, সোহানুর রহমান, মেহেদী হাসান, মিনারুল ইসলাম,আরিফ, মস্তফা হোসেন, হাসান আলী, আমিনুল ইসলাম, মিরপুর উপজেলা প্রতিনিধি হিরা আলম, বেনাপোল প্রতিনিধি এনামুল হক, চুয়াডাঙ্গা জীবননগর প্রতিনিধি জাহাঙ্গীর আলম, পাংশা প্রতিনিধি কাজী সেলিম মাবুদ, কুমারখালী প্রতিনিধি সবুজ আলী, নাটোর জেলা প্রতিনিধি সোহাগ মাহমুদ, গাংনী প্রতিনিধি দিপু হোসেন প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন তবে টাকার কাছে নিজেকে বিকিয়ে দিবেন না। টাকার লোভে অসত্য সংবাদ পরিবেশন থেকে বিরত থাকবেন। সরকার বিরোধী কোন কর্মকান্ডে লিপ্ত হবেন না। সর্বদা স্বাধীনভাবে কাজ করবেন কেউ হস্তক্ষেপ করবে না। কেউ মিথ্যাভাবে আপনাদের হয়রানি করলে আইনি সহায়তা পাবেন। এদিকে অনুষ্ঠানে বিশেষ অবদানের জন্য রাশেদুজ্জামান মিলনকে বর্ষসেরা সন্মানি স্মারক প্রদান করা হয়। বিশেষ অবদানে সন্মানিত করা হয় সাইদুর রহমান, হাসান আলী, ফারুক মালিথাকে। অনুষ্ঠানে সকল সাংবাদিককেরা ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল রানাকে বিশেষ সন্মানি ক্রেস্ট প্রদান করেন। দিনশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা শেষে পুরুস্কার প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।