শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৪:১৪ পূর্বাহ্ন
এ্যাডভোকেট সিরাজ প্রামাণিক:
সমাজে যখন জাতিভেদ প্রথার ছোঁয়াছুঁয়ির কবলে পড়ে নীচুতলার মানুষ ঊণমানবে পরিণত হয়ে মুক্তির আকুতি নিয়ে আকুলি বিকুলি করছিল; ঠিক তখনি লালন জাতপাতের উপর খড়গ ধরলেন এবং তাদের মুখে ভাষা দিলেন। তিনি বলিষ্ঠভাবে সমাজ আরোপিত জাতপাতকে অস্বীকার করে ঘোষণা করলেন,
জাত গেল জাত গেল বলে একি আজব কারখানা/সত্য পথে কেউ নয় রাজি সব দেখি তা না না।।
যখন তুমি ভবে এলে /তখন তুমি কি জাত ছিলে/কি জাত হবা যাবার কালে/সেই কথা ভেবে বলো না।।
ব্রাহ্মণ, চন্ডাল, চামার, মুচি /এক জলেই সব হয় গো সুচি/দেখে শুনে হয় না রুচি /যমে তো কাউকেই থুবে না।।
গোপনে যে বেশ্যার ভাত খায় /তাতে কি ধর্মের ক্ষতি হয় /লালন বলে জাত কারে কয় এ ভ্রম তো গেলো না।।
লালনকে বিশ্লেষণ করতে হলে অবশ্যই তার সমকালীন সমাজকে জানতে হবে। জগৎ এবং জীবনকে ঘিরে মানবমনে যত প্রকার মৌলিক প্রশ্নের উদয় হতে পারে লালনের তত্ত্বসঙ্গীতে আমরা তা উত্থাপিত হতে দেখি। মানুষের জীবনযাত্রা, বড় হওয়া এবং মানুষের সম্পর্ক এমনকি বিশ্ব জগতের সৃষ্টির রহস্যময় আলো-আঁধারির বিষয় নিয়েও তিনি একজন দার্শনিকের মতো প্রশ্নের উপস্থাপন করতে দ্বিধা করেননি। সেদিক বিবেচনায় আমরা লালন সাঁইজিকে একজন ভাববাদী দার্শনিক হিসেবেও আখ্যায়িত করতে পারি। সত্যিই লালনকে সন্ধান করতে গেলে ফাঁপরে পড়তে হয়। কে এই লালন, কী তাঁর জাত পরিচয় অথবা কেমন তাঁর ধর্ম-জীবনপ্রণালী, প্রশ্ন জাগে। মানুষের মতামতের যেমন শেষ নেই, তেমনি গবেষকরাও তাঁর সব বিষয়ে একমত পোষণ করেননি। লালনের গানে তাঁর অনুসারীরা খুঁজে পান অমৃতের সন্ধান। লালন বলেছেন মানবধর্মের কথা। অমৃতের সন্ধান করেছেন আত্মজ্ঞানের মধ্য দিয়ে। সেই অমৃতের সন্ধানেই সাঁইজির ধামে দেশ-বিদেশ থেকে হাজার হাজার ভক্ত অনুরাগী, অনুসারীরা ছুটে আসেন।
লালনের গানে মানবিকতা, অসাম্প্রদায়িকতা, সমাজবাস্তবতার প্রেক্ষিতে তার দর্শনের যে প্রতিফলন দেখা যায় তা দেশকালের গন্ডি ছাড়িয়ে বিশ্বমানবিক মূল্যবোধের পরিচয় তুলে ধরে। লালন তাই কেবল বাঙ্গালি মরমী কবি বা গীতিকবিদের গ-িতে আবদ্ধ নন, বিশ্ব লোকসংস্কৃতির অঙ্গনেও তার অবস্থান অনেক উঁচুতে। হিন্দু মুসলমানের মধ্যে জাত-ধর্মের বাহ্যিক আচরণ ও ব্যক্তির সাম্প্রদায়িক মনোভাবের বিরুদ্ধে লালন ছিলেন প্রতিবাদী কণ্ঠস্বর। তার গান জাত-পাতের বিরুদ্ধে মৌলিক বৈশিষ্ট্য নিয়ে উপস্থিত হয়। গানে তিনি বলছেন:
‘একই ঘাটে আসা যাওয়া, একই পাটনি দিচ্ছে খেওয়া
কেউ খায় না কারও ছোঁয়া বিভিন্ন জল কে কোথায় পান’
মানবতাবাদ শব্দটির মর্মকথা হচ্ছে ‘মানুষই সবকিছুর মাপকাঠি’। লালন মানবীয় বিচ্যুতির সব সীমাবদ্ধতাকে কাটিয়ে, ব্যক্তিগত লোভ-লালসা-মোহ-হিংসা-দ্বেষ বর্জন করে, কেবল মানুষের সম্প্রীতির বাণীই তাঁর গানে প্রচার করেছেন। সমাজ সচেতনতার ক্ষেত্রে তাঁর সঙ্গে তুল্য-মূল্যে বিচার চলে এমন মানুষ পৃথিবীতে খুবই বিরল। বাঙালির এক শ্রেষ্ঠ সন্তান লালন আজ বিশ্বসমাজের মহান আদর্শ, পবিত্র প্রতীক-প্রতিমা, আর মানবতাবাদী চিন্তার ক্ষেত্রে লালন আজ মহান আইকন। তবে তাঁর মানবতাবাদী চিন্তার সঙ্গে অপেক্ষাকৃত আধুনিককালের মনীষী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং দু’জন রাজনৈতিক রূপকার মহাত্মা গান্ধী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তুলনা চলে। রবীন্দ্রনাথের কাছে মানুষের ধর্ম বলতে ছিল মানুষের মঙ্গল চিন্তা; বঙ্গবন্ধু ধর্মকে দেখেছিলেন একান্ত ব্যক্তিগত অনুষঙ্গ হিসেবে। আর গান্ধীর অহিংসার বাণী বিশ্বের রাজনৈতিক ও সামাজিক চিন্তনের উপর যে সুদূরপ্রসারী প্রভাব রেখেছে তাও আমাদের অমূল্য পাওয়া। সন্ত্রাসবাদ-মৌলবাদ ও সামাজিক বৈষম্যে ক্ষত-বিক্ষত বিশ্বে রবীন্দ্রনাথ-গান্ধী-মুজিবের অহিংসাবাদ, লালন-দুদ্দু শাহ’র মানববাদের সমন্বয় হতে পারে আমাদের মুক্তির অনন্য হাতিয়ার। তবে এ কথা বলতেই হবে, এসব মনীষীর অর্জনের পেছনে একান্ত সহায় ছিল হাজার বছর লালিত বাংলার বৌদ্ধ-উর্বর, সুফি-উর্বর, বৈষ্ণব-উর্বর সমাজমন। আড়াই হাজারেরও বেশি বছর আগে জন্মগ্রহণকারী গৌতম বুদ্ধের জীবনদর্শনে মানবতাবাদের যে স্ফুরণ ঘটেছিল তা আজও প্রবাহমান।
লালনের জীবন ও সাহিত্য রচনার সময়কাল উনিশ শতক। তাঁর জীবনভাবনা ও সমাজভাবনার সামাজিক পরিপ্রেক্ষিতটি আরও পেছনের প্রায় দু’শত বছর। আমরা লালন রচিত প্রায় এক হাজার গানের সন্ধান পেয়েছি। এসব গান সংগ্রহের ব্যাপারে রবীন্দ্রনাথ পথিকৃৎ। বসন্তকুমার পাল, হারামণি প্রণেতা, মুহম্মদ মনসুরউদ্দীন, কবি জসীমউদ্দীন, উপেন্দ্রনাথ ভট্টাচার্য, মুহম্মদ আবু তালিব, আনোয়ারুল করিম, খোন্দকার রিয়াজুল হক, শক্তিনাথ ঝা, আবুল আহসান চৌধুরী প্রমুখ প-িত-গবেষক প্রাণান্ত শ্রম-মেধা-মনন দিয়ে লালনের গান সংগ্রহের এই সমৃদ্ধ ভা-ার গড়ে তুলেছেন। লালনের গানের মর্মবাণীতে ধরা পড়েছিল সমাজের বাস্তব সমস্যা। ছিয়াত্তরের মন্বন্তরের পরপরই লালনের জন্ম। তাঁর বাল্য-কৈশোরকাল বাংলার আর্থ-সামাজিক বিপর্যয়ের কাল। ১৭০৭-এ আওরঙ্গজেবের মৃত্যুর মধ্য দিয়ে মোগল সা¤্রাজ্যের ভিত ভেঙে গেছে। শুরু হয়েছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির লুণ্ঠন। এরই মধ্যে আছে ধর্মীয় কূপম-ূকতা, মোল্লা-পুরোহিতদের ঠোকাঠুকি। খাজনাদায়গ্রস্ত কৃষকের পক্ষে পেটের খোরাক জোগাড় করা ছিল কঠিন ব্যাপার। পেটের চিন্তায় মানুষ ছিল বিভোর-বিব্রত। এ জন্যই লালনের এক গানে বলা হয়েছে :সিরাজ সাঁই কয় পেট-শাখালিতাই লয়ে পাগল লালন।
সমাজের নানা অসঙ্গতির চিত্র তাঁর গানে প্রস্ফুটিত। লোক ঠকানো, দেশি লোকের সঙ্গে বিদেশির সখ্য, লাম্পট্য, ঠকবাজ এবং প্রতারকের দৌরাত্ম্য, ভ–সাধু এবং ইংরেজ শাসনের কুফল, সর্বোপরি ধর্মভিত্তিক জাত্যাভিমান, ধর্মীয় ক্লেশ ও ধর্মীয় অসহিষুষ্ণতা যে সমাজকে আষ্টেপৃষ্ঠে ধরে ছিল সেই চিত্র তাঁর গানের মধ্যে উঠে এসেছে। সমাজের এসব বিচ্যুতি দূর করতে তিনি নিজস্ব এক অনন্য দার্শনিক দৃষ্টিভঙ্গি ব্যক্ত করেছেন তাঁর গানে। তিনি হাজার বছরের সমাজের নির্যাস থেকে এবং সমকালের সমাজ থেকে অভিজ্ঞতা নিয়ে এক নতুন পথের সন্ধান দিয়েছেন। যোগবাদ-বৈষ্ণববাদ-সুফিবাদ ও বাংলার চৈতন্যবাদ তিনি আত্মস্থ করেছিলেন এবং তাঁর নিজস্ব দৃষ্টিভঙ্গিতে এসব চিন্তাধারার সমন্বয় করেছিলেন। তাই বলা চলে, মানবতাবাদের এক অমোঘ নিশান লালন উড্ডীন করেছিলেন। আমরা আগেই বলেছি, লালন ছিলেন বস্তুবাদী চিন্তার অধিকারী। তিনি স্পষ্টতই বলেছেন: ‘লালন ভবে বস্তু-ভিখারী’। অর্থাৎ যা সত্য, যথার্থ এবং যা দেখা যায় বা প্রকৃতপক্ষেই যা ঘটে। লালন সব সময় প্রত্যক্ষের প্রতি গুরুত্ব আরোপ করেছেন।
লালনের গানে পাই বিশ্বজনীন বা সর্বজনীন মানববন্দনার আহ্বান। তাঁর গানের মূল কথা হচ্ছে মানুষের কোনো ‘জাতি নাই’। জাত হাতে পেলে তা আগুন দিয়ে পোড়ানোর বাসনা করেছেন। এটা কোনো আধ্যাত্মিক কথা নয় বা কোনো কথার কথা নয়; এটার মধ্যে রয়েছে ধর্মনিরপেক্ষ মানবতাবাদের আভাস। আর জাতি শব্দটি কিন্তু রাজনীতি বা রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমনটি বলেছিলেন, ‘আমার ধর্ম আমার কাছে, তোমার ধর্ম তোমার কাছে আর বাইরে সবাই ভাই ভাই।’ এটা বিশ্বজনীন মানবতাবাদের কথা এবং একই সঙ্গে এ কথায় ধর্মনিরপেক্ষতার ইঙ্গিত ব্যক্ত হয়েছে। মসজিদ-মন্দির-গির্জা-বৌদ্ধমঠ যার যার উপাসনাগারে সে যাও কোনো বাধা/বিপত্তি নাই; কিন্তু বাইরে সবাই ভাই ভাই। কেননা কাজ করতে হবে সবাইকে একসঙ্গে, জগতের সব মানুষকে থাকতে হবে মিলিতভাবে। লালন সব সময় ইঙ্গিত করেছেন মানুষের মনুষ্যত্ব গুণের প্রতি। এই মনুষ্যত্ববোধকে যদি আমরা সর্বোচ্চ বিবেচনায় নিতে পারি তাহলে যুদ্ধ-সন্ত্রাস, হানাহানি, ঝগড়া-বিবাদ একদিন দুনিয়া থেকে তিরোহিত হবে।
মানুষ এক জাতি। হিন্দু-মুসলমান-বৌদ্ধ-জৈন-খ্রিস্টান এসব ভিন্ন ভিন্ন সম্প্রদায় গড়ে উঠেছে ভৌগোলিক অবস্থান, জলবায়ু এবং এ পরিপ্রেক্ষিতে গড়ে ওঠা জীবন-সংগ্রামের বা সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর ভিত্তি করে। ভিন্ন ভিন্ন সমাজের সংস্কার-সংস্কৃতির কিছু উদাহরণ লালন তুলে ধরে জাতের অসারতার প্রতি অঙ্গুলি নির্দেশ করেছেন। যেমন : সুন্নত দিলে হয় মুসলমান, পৈতা ব্যবহার করলে হিন্দু; কিন্তু সেটা পুরুষ লোকের ক্ষেত্রে প্রযোজ্য, সেখানে নারী লোককে চেনার উপায় কী? সবচেয়ে বড় কথা যখন কোনো শিশু মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয় তখন কি কোনো জাতের চিহ্ন থাকে; সুতরাং এটা মানবসমাজের সংস্কার মাত্র। তা ছাড়া মোল্লা-পুরোহিত-চন্ডাল-চামার-তাঁতি-ধোপা-মেথর-নাপিত সব তো একই পানি পান করে। জগতের কারও জন্য কি আলাদা পানি আছে? এমনকি গোপনে পতিতার রান্না ভাত খেলে তাতে জাতের ক্ষতি হয় কি-না এমন প্রশ্নও তিনি করেছেন। এসব প্রশ্নে লালন উচ্চস্তরের মানবতার, সেই সঙ্গে ধর্মনিরপেক্ষতার বাণী ব্যক্ত করেছেন। পৃথিবীতে আসার এবং যাওয়ার সময় যখন জাতের কোনো বালাই থাকে না, তাহলে দু’দিনের এই দুনিয়ায় মানুষে মানুষে ভেদ-বিভেদ ও মতপার্থক্য কেন? আবারও বলি, লালনের এসব কাব্যবাণীতে সুস্পষ্টভাবে ধর্মনিরপেক্ষ মানবতাবাদের কথা ব্যক্ত হয়েছে। লালন সমাজের তৃণমূল স্তরের মানুষের মুক্তির প্রবক্তা। মানুষের প্রতি মানুষের শোষণ-বঞ্চনা-অবিচার-অবজ্ঞার অবসান কামনা করেছেন তিনি। উঁচু-নিচু-ধনী-দরিদ্রের ব্যবধান লালন অনুমোদন করেননি। তাঁর আন্তরিক প্রত্যাশা ধর্ম-গোত্র-সম্প্রদায়হীন সাম্যশাসিত ন্যায়নীতির সমাজ।
লেখকঃ বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ও লালন ধামের প্রতিবেশী। ইমেইলঃ seraj.pramanik@gmail.com মোবাইলঃ ০১৭১৬৮৫৬৭২৮