বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১০:১৮ পূর্বাহ্ন
দেশের প্রতিটি জেলায় কর্মরত জেলা ও দায়রা জজ এবং সমমানের বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে মত বিনিময় করবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আইন মন্ত্রনালয় কর্তৃক জারিকৃত স্মারকে সকল জেলা জজ সমমানের ব্যক্তিদের উপস্থিত হওয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
উক্ত স্মারকে উল্লেখ করা হয়, বিচার বিভাগকে আরো গতিশীল করার লক্ষ্যে আগামী ২৭ ডিসেম্বর মঙ্গলবার ১১টায় সুপ্রিম কোর্ট জাজেস স্পোর্টস কমপ্লেক্সে সারাদেশে কর্মরত জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী মতবিনিময় এবং দিক নির্দেশনামূলক অভিভাষণ প্রদান করবেন।
এ অবস্থায় সারাদেশে কর্মরত সব জেলা ও দায়রা জজ বা সমপর্যায়ের কর্মকর্তাদের উক্ত অনুষ্ঠানে যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।