বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১০:১৭ পূর্বাহ্ন
সিরাজ প্রামাণিক, কুষ্টিয়া:
কুষ্টিয়া জেলাআওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ভিপি ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক খন্দকার শামসুল আলম দুদু ১৬ জানুয়ারি সোমবার সন্ধ্যায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি…রাজিউন)। তিনি আমৃত্যু বঙ্গবন্ধুর আদর্শের একজন নিবেদিত প্রাণ সৈনিক ছিলেন। ৬৬’র ৬ দফা, ৬৯‘র গণঅভ্যুত্থান, ৭০‘র নির্বাচন ও ৭১‘র মহান মুক্তিযুদ্ধের প্রতিটি অধ্যায়ে বৃহত্তর কুষ্টিয়া জেলা জেলা ছাত্রলীগের সভাপতি ও কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি হিসেবে আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন তিনি। তিনি কুষ্টিয়া ল’কলেজের শিক্ষক হিসেবে প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করেছেন। তার মৃত্যুতে কুষ্টিয়া ল’কলেজ কর্তৃপক্ষ শোক বার্তায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন সহ স্যারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
বঙ্গবন্ধুর স্নেহধন্য বীর মুক্তিযোদ্ধা খন্দকার শামসুল আলম দুদু স্বাধীনতার পর বঙ্গবন্ধু সরকারের সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। মুক্তিযোদ্ধা আইনজীবী হিসেবে আজীবন লড়াই করেছেন অন্যায়ের বিরুদ্ধে। ছাত্রজীবন থেকে জীবনের শেষ মুহুর্ত ছিলেন মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল। এমন একজন ত্যাগী, পরীক্ষিত ও সাহসী মানুষের শুন্যতা সহজে পূরণ হবার নয়।
তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা মাহবুবউল আলম হানিফ এমপি এক শোক বার্তায় গভীর শোক ও সমবেদনা
জানিয়েছেন। এছাড়াও কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আসগর আলী, কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের
চেয়ারম্যান আতাউর রহমান আতা সহ বিভিন্ন পেশাজীবী সংগঠন পৃথক পৃথক শোক প্রকাশ করেছেন।
ক্যাপশন : বঙ্গবন্ধুর স্নেহধন্য খন্দকার শামসুল আলম দুদু’র মাথায় জাতির
পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত।