শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৭:৫১ পূর্বাহ্ন
খোকসায় নবাগত জেলা প্রশাসকের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা
আনিস আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া জেলার নবাগত জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা এর সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৪ আগস্ট ) সকাল ১০.৩০ মিনিটে উপজেলা প্রশাসন রিপন বিশ্বাসের এর আয়োজনে সরকারি কলেজের অডিটোরিয়ামে খোকসা উপজেলার জনপ্রতিনিধি,রাজনৈতিক,নেতৃবৃন্দ,উপজেলা,পর্যায়ের,কর্মকর্তাবৃন্দ,বীর,মুক্তিযোদ্ধা,গণ, সাংবাদিকবৃন্দ সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বাবুল আখতার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস, সহকারী ভূমি বিধান কান্তি হালদার,কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, মুক্তিযোদ্ধা,কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, ওসি তদন্ত গৌতম ঠাকুর উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, খোকসা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক,বেতবাড়িয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, জানিপুর ইউপি চেয়ারম্যান মজিবর রহমান মজিদ, জয়ন্তী হাজরা ইউপি চেয়ারম্যান আব্দুস শকীব খান টিপু, আমবাড়িয়া ইউপি চেয়ারম্যান আকমল হোসেন বিভিন্ন্য স্কুলের হেডমাস্টার সহ প্রমূখ।এ সময় জেলা প্রশাসক এহেতেশাম রেজা শিক্ষার মানোন্নয়ন ও মাদক নির্মূল সংশ্লিষ্ট উপজেলার বিভিন্ন সমস্যা সম্ভাবনা ও উন্নয়নের বিষয়ে এক হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।আলোচনা সভা শেষ করে বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন, টিসিবি’র পণ্য বিতরণ ও নারায়ণপুর আশ্রয় আবাসন প্রকল্পে গাছ রোপণ করেন ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শন করেন জেলা প্রশাসক।