বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১১:১৫ পূর্বাহ্ন

ঘোষনা :
  সম্পূর্ণ আইন বিষয়ক  দেশের প্রথম দৈনিক পত্রিকা   দৈনিক ইন্টারন্যাশনাল এর  পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা   । 
সংবাদ শিরোনাম :
রক্তাক্ত মাহমুদুর রহমানের কুষ্টিয়ায় আগমন বনাম দুধের মাছিদের আনাগোনা! জনপ্রশাসন, জেলা প্রশাসক ও স্যার সম্বোধন কতটা সংবিধান ও আইনসম্মত! ক্রেতা ঠকে গেলে বিক্রেতার বিরুদ্ধে যত আইনগত প্রতিকার! আইনে জামিন চর্চা বনাম বিচারকের পদত্যাগের দাবীতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ! নিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের থেকেই ভিসি নিয়োগের অনুরোধ ইবি শিক্ষকদের সংবিধান সংস্কারঃ সংশোধন না-কি পুনর্লিখন?  সেনাবাহিনীর বিচারিক ক্ষমতাঃ আইন কি বলে? ভূমি অধিগ্রহণে কোনো প্রশ্ন উত্থাপিত হলে কী করবেন? ইবির জিওগ্রাফী বিভাগ: শিক্ষার্থীদের কাছে দরখাস্ত দিয়ে পদত্যাগ করলেন সভাপতি যুগে যুগে দালাল সাংবাদিকদের করুন পরিণতি বনাম কিছু শিক্ষনীয় গল্প!
বেলুন-বাদাম বিক্রি রেখে স্বাক্ষর শিখল শিশুরা

বেলুন-বাদাম বিক্রি রেখে স্বাক্ষর শিখল শিশুরা

ইবি প্রতিনিধি

দারিদ্রতার কবলে পড়ে হয়নি প্রাথমিক শিক্ষার সুযোগ। ফলে নিজের নামটিও লেখা শেখা হয়নি। জীবনকে বুঝতে শেখার আগেই নামতে হয়েছে জীবন যুদ্ধে। কেউ বাদাম-বেলুন কেউবা ফুল-ফল ফেরি করে বিক্রি করে হাল ধরেছে পরিবারের। সুবিধা বঞ্চিত এমন অন্তত ত্রিশ জন শিশুকে স্বাক্ষর শিখিয়েছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সদস্যরা।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে শুক্রবার কুষ্টিয়া কোর্ট রেল স্টেশনে এ কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত চলে এ কার্যক্রম। সংগঠনটির সদস্যদের সহায়তায় চক-ছিলেটে প্রথমবারের মতো নিজের নাম লিখতে পেরে উচ্ছ্বাসে মেতে উঠে শিশুরা।

সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এ এইচ ওয়ালিউল্লাহ, অর্থ সম্পাদক সুকান্ত দাস ও বিশ^বিদ্যালয় শাখার সভাপতি আবু তালহা আকাশ, সহ-সভাপতি শ্যামলী খাতুন, যুগ্ম সম্পাদক আশিকুর রহমান, দপ্তর সম্পাদক মিজানুর রহমানসহ ২৫ জন সদস্য সাক্ষরতা কার্যক্রমে অংশ নেন। এসময় শিশুদের হাতে তুলে দেওয়া হয় শিক্ষা উপরকণ। এছাড়াও তাদেরকে স্কুলে ভর্তি হতে আগ্রহী করেন সংগঠনটির সদস্যরা।

সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু তালহা আকাশ বলেন, নিরক্ষরতার অভিশাপ থেকে জাতিগতভাবে মুক্তির জন্য সমাজের প্রতি থেকে দায়বদ্ধতা ক্ষুদ্র পরিসরে থেকে আমাদের এই কার্যক্রম। ছিন্নমূল এসব শিশুদেরকে স্বাক্ষর শেখাতে পেরে খুবই ভালো লাগছে। শিশুদের মাঝে জ্ঞানার্জনের প্রচণ্ড আগ্রহ রয়েছে। তাদেরকে সুযোগ করে দিতে পারলে তারাও একদিন জাতিকে অনেক কিছু উপহার দিতে পারবে।

এই সংবাদ টি সবার সাথে শেয়ার করুন




দৈনিক ইন্টারন্যাশনাল.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।  © All rights reserved © 2018 dainikinternational.com
Design & Developed BY Anamul Rasel