বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১১:১৫ পূর্বাহ্ন
ইবি প্রতিনিধি
দারিদ্রতার কবলে পড়ে হয়নি প্রাথমিক শিক্ষার সুযোগ। ফলে নিজের নামটিও লেখা শেখা হয়নি। জীবনকে বুঝতে শেখার আগেই নামতে হয়েছে জীবন যুদ্ধে। কেউ বাদাম-বেলুন কেউবা ফুল-ফল ফেরি করে বিক্রি করে হাল ধরেছে পরিবারের। সুবিধা বঞ্চিত এমন অন্তত ত্রিশ জন শিশুকে স্বাক্ষর শিখিয়েছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সদস্যরা।
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে শুক্রবার কুষ্টিয়া কোর্ট রেল স্টেশনে এ কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত চলে এ কার্যক্রম। সংগঠনটির সদস্যদের সহায়তায় চক-ছিলেটে প্রথমবারের মতো নিজের নাম লিখতে পেরে উচ্ছ্বাসে মেতে উঠে শিশুরা।
সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এ এইচ ওয়ালিউল্লাহ, অর্থ সম্পাদক সুকান্ত দাস ও বিশ^বিদ্যালয় শাখার সভাপতি আবু তালহা আকাশ, সহ-সভাপতি শ্যামলী খাতুন, যুগ্ম সম্পাদক আশিকুর রহমান, দপ্তর সম্পাদক মিজানুর রহমানসহ ২৫ জন সদস্য সাক্ষরতা কার্যক্রমে অংশ নেন। এসময় শিশুদের হাতে তুলে দেওয়া হয় শিক্ষা উপরকণ। এছাড়াও তাদেরকে স্কুলে ভর্তি হতে আগ্রহী করেন সংগঠনটির সদস্যরা।
সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু তালহা আকাশ বলেন, নিরক্ষরতার অভিশাপ থেকে জাতিগতভাবে মুক্তির জন্য সমাজের প্রতি থেকে দায়বদ্ধতা ক্ষুদ্র পরিসরে থেকে আমাদের এই কার্যক্রম। ছিন্নমূল এসব শিশুদেরকে স্বাক্ষর শেখাতে পেরে খুবই ভালো লাগছে। শিশুদের মাঝে জ্ঞানার্জনের প্রচণ্ড আগ্রহ রয়েছে। তাদেরকে সুযোগ করে দিতে পারলে তারাও একদিন জাতিকে অনেক কিছু উপহার দিতে পারবে।