শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৯:১৩ পূর্বাহ্ন
ইবি প্রতিনিধি
“সালাত সংক্রান্ত বিপরীতধর্মী হাদিসের সমাধানে ফকীহগণের ভূমিকা: একটি পর্যালোচনা” শীর্ষক শিরোনামে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের চতুর্থ তলায় ধর্মতত্ত্ব ও ইসলামি স্টাডিজ অনুষদভুক্ত আল হাদিস এন্ড ইসলামি স্টাডিজ বিভাগের আয়োজনে অনুষদের সেমিনার কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এসময় আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. এইচএএনএম এরশাদ উল্লাহ। সেমিনারে বিশেষ অতিথি ও বিভাগটির অধ্যাপক ড. ময়নুল হক এর তত্ত্বাবধানে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের রফিকুল ইসলাম। উক্ত প্রবন্ধের শিরোনাম ছিল “বিপরীতধর্মী হাদিস পরিচিতি, কারণ ও সমন্বয় নীতি: একটি বিশ্লেষণ”।
এসময় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আল-ফিক্হ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. জাকির হোসাইন ও অধ্যাপক ড. আকতার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগীয় অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। এছাড়াও বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ সেমিনারে উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক এইচ এ এন এম এরশাদ উল্লাহ বলেন, হাদিসের সমন্বয়ে স্থান কাল ও পাত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট হিসেবে বিবেচিত হতে হয়। হাদিসকে কুরআন থেকে আলাদা করতে পূর্বে থেকেই সারাবিশ্বে ইউরোপ অর্থায়ন করে যাচ্ছে। কারণ এই আলাদা করতে পারলেই মুসলমানদের বিচ্ছিন্ন করে দেওয়া সম্ভব হবে। হাদিসকে সমন্বয় করতে হলে হাদিসকে ভালোভাবে অধ্যয়ন করতে হবে।
এবিষয়ে সভাপতি অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমান বলেন, মুখতালাফুল হাদিস ও ইলমুল মুখতালাফুল হাদিস আলাদা দুইটি বিষয়। হাদিসের একটি ক্লাসিক হলো ফকীহ ও মুহাদ্দিসরা শুধুমাত্র হাদিসের মুখতালাফ করার ক্ষেত্রে প্রাধান্য পাবে।