শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১২:১১ অপরাহ্ন
সিরাজ প্রামাণিকঃ কুষ্টিয়ার ভেড়ামারায় সোনালী ব্যাংক পিএলসি, ভেড়ামারা মাখার সার্বিক সহযোগিতায় জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। ১৬ নভেম্বর বৃহষ্পতিবার বেলা ১১ টায় ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান জনাব আক্তারুজ্জামান মিঠু। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন যুগ্ম পরিচালক বাংলাদেশ ব্যাংক, রাজশাহী জনাব মোঃ মোতাহার হোসেন, সহকারী পরিচালক বাংলাদেশ ব্যাংক, রাজশাহী জনাব মোঃ শাহিনুর আলম।
সোনালী ব্যাংক, পিএলসি, প্রিন্সিপাল শাখা কুষ্টিয়ার এ্যাসিষ্টান্ট জেনারেল ম্যানেজার জনাব মোঃ হাবিবুর রহমান প্রমুখ।
জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক এ ওয়ার্কশপ স্থানীয় ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী, সাংবাদিকসহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।