মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৫:৩১ অপরাহ্ন

ঘোষনা :
  সম্পূর্ণ আইন বিষয়ক  দেশের প্রথম দৈনিক পত্রিকা   দৈনিক ইন্টারন্যাশনাল এর  পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা   । 
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতির মিথ্যাচার বনাম সাংবিধানিক সমাধান! সহায় সম্পত্তি পুণ্যের কাজে ওয়াক্ফ গঠন ও প্রাসঙ্গিকতা! শেকড়ের সন্ধানে সাঁইজির ধামেঃ লালন কি জাত সংসারে— রক্তাক্ত মাহমুদুর রহমানের কুষ্টিয়ায় আগমন বনাম দুধের মাছিদের আনাগোনা! জনপ্রশাসন, জেলা প্রশাসক ও স্যার সম্বোধন কতটা সংবিধান ও আইনসম্মত! ক্রেতা ঠকে গেলে বিক্রেতার বিরুদ্ধে যত আইনগত প্রতিকার! আইনে জামিন চর্চা বনাম বিচারকের পদত্যাগের দাবীতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ! নিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের থেকেই ভিসি নিয়োগের অনুরোধ ইবি শিক্ষকদের সংবিধান সংস্কারঃ সংশোধন না-কি পুনর্লিখন?  সেনাবাহিনীর বিচারিক ক্ষমতাঃ আইন কি বলে?
কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক -১

কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক -১

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ার কুমারীখালী উপজেলায় অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ রবীন্দ্রনাথ কর্মকার (৫৬) নামের একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২ জানুয়ারি (মঙ্গলবার) দুপুর দেড় টায় কুমারখালী থানাধীন কোড়াপাড়া লেন, এলঙ্গী পাড়াস্থ এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার একটি টিম অভিযান চালায়। এসময় রবীন্দ্রনাথ কর্মকারের বাড়ি থেকে ১০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহরবীন্দ্রনাথ কর্মকারকে আটক করে। আটককৃত রবীন্দ্রনাথ কর্মকার (৫৬) কুমারখালী উপজেলার ২ নং ওয়ার্ড এলাকার মৃত শম্ভুনাথ কর্মকারের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া কার্যালয় “ক” সার্কেল’র পরিদর্শক মোঃ বেলাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রবীন্দ্রনাথ কর্মকার (৫৬), পিতা-মৃত শম্ভুনাথ কর্মকার, মাতা- মৃত যমুনা রাণী কর্মকার, সাং- কোড়াপাড়া লেন, এলঙ্গী, কুমারখালী পৌরসভা, ওয়ার্ড নং- ০২, থানা- কুমারখালী, জেলা- কুষ্টিয়া নিজ বসতঘরে মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট
বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করছে। উক্ত সংবাদ যাচাই পূর্বক বিভাগীয় এস.আই মোঃ তরিকুল ইসলাম, এ.এস.আই মোঃ হোসেন আলী, সর্বসিপাই আব্বাস আলী, মামুন রহমান, মোঃ রাশিদুল ইসলাম এদের সমন্বয়ে একটি
অভিযানিক দল গঠন করে সরকারি গাড়ীযোগে কুমারখালী থানাধীন কোড়াপাড়া লেন, এলঙ্গী পাড়াস্থ আসামীর নিম্ন দখলীয় দক্ষিণ ভিটি উত্তর দুয়ারী ০৩ (তিন) কক্ষ বিশিষ্ট সেমিপাকা বসতঘর সময় দুপুর ১৩.০০ ঘটিকায় ঘেরাও
করি। করি। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষী ১। মোঃ সুমন (৪৩), পিতা-মৃত আমিরুল ইসলাম, ২। মোঃ জহুরুল ইসলাম (২৮), পিতা- মোঃ আকমল হোসেন, উভয় সাং- এলঙ্গীপাড়া, থানা- কুমারখালী, জেলা- কুষ্টিয়াম্বয়কে সঙ্গে নিয়ে
ঘেরাওকৃত বসতঘরে প্রবেশ করি। উক্ত বসতঘর বিধি মোতাবেক তল্লাশী করে বসতঘরের মাঝের কক্ষের মধ্যে টেবিলের ড্রয়ারের মধ্যে একটি পলিথিনের মধ্যে পলিথিনে মোড়ানো মাদকদ্রব্য ট্যাপেন্টাভল ট্যাবলেট, ১০০ (একশত) পিস, মোট ওজন- ২৭.৫ (সাতাশ দশমিক পাঁচ) গ্রাম, সময় দুপুর ১৩.১৫ ঘটিকায় উদ্ধার ও জন্ম করি।
– ঘটনাস্থল হতে আসামীকে গ্রেপ্তার করি।
গ্রেফতারকৃত ও এজাহারভুক্ত আসামী রবীন্দ্রনাথ কর্মকার (৫৬) বিক্রয়ের উদ্দেশ্যে তার নিজ দখলীয়
বসতঘরে মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সংরক্ষণ করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ সনের ৩৬
(১) সারণী ২৯ (ক) ধারায় আপনার থানায় একটি নিয়মিত মামলা রুজু করার জন্য অনুরোধ করা হলো। মামলাটি অধিদপ্তরের একজন কর্মকর্তা তদন্তের ব্যবস্থা করবেন। আলামত বিভাগীয় হেফাজতে আছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করণের জন্য কোর্ট ফরোয়ার্ডিং সহ থানায় জমা দেওয়া হয়েছে।

এই সংবাদ টি সবার সাথে শেয়ার করুন




দৈনিক ইন্টারন্যাশনাল.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।  © All rights reserved © 2018 dainikinternational.com
Design & Developed BY Anamul Rasel