বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১১:০২ পূর্বাহ্ন
খোকসা ধোকড়াকোল কলেজের সহকারী শিক্ষককে কান ধরে উঠবস করাসহ মারপিট করায় ০১জন আসামীকে গ্রেফতার করা হয়। ধোকড়াকোল কলেজের সহকারী শিক্ষক(গ্রন্থকার ও তথ্য বিজ্ঞান) এস এম জাহাঙ্গীর আলীকে কান ধরে উঠবস করাসহ মারপিট এবং প্রাণনাশের ভয়ভীতি প্রদান করার এ বিষয়ে খোকসা থানায় ০১টি নিয়মিত মামলা রুজু হয়। বুধবার (১০ জানুয়ারি, ২০২৪ খ্রি.) খোকসা থানা পুলিশ কর্তৃক উক্ত মামলার এজাহার নামীয় আসামী ১। মোঃ রবিউল বিশ্বাস(৫৫), পিতা-মৃত কাজেম আলী বিশ্বাস, সাং-ধোকড়াকোল, থানা- খোকসা, জেলা –কুষ্টিয়াকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করে খোকসা থানা পুলিশ।