রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০৬:১৩ অপরাহ্ন
দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়া দৌলতপুরে ৩০ জানুয়ারি, ২০২৪ খ্রি. তারিখে জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়ার সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ জিল্লুর রহমান এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয় কর্তৃক কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বিভিন্ন স্থানে ০৫ টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।
৫ টি ভাটায় মোট ৬,৫০,০০০ /- (ছয় লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত ।
বাজুডাঙ্গা গ্রামের সততা ব্রিকস, প্রোপ্রাইটর মাসুদ আল হেলাল এর ১,০০,০০০,থ্রি স্টার ব্রিকস, প্রোপ্রাইটর মোঃ জুয়েল এর ১,৫০,০০০,
এমবিএন ব্রিকস, প্রোপ্রাইটর মোঃ মতিয়ার রহমান এর ১,৫০,০০০,এসআরবি ব্রিকস, প্রোপাইটর শহিদুল ইসলাম এর ১,০০,০০০, কেকেবি ব্রিকস, প্রোপ্রাইটর মোঃ ছাব্বির হোসেন, ১,৫০,০০০ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদাল।
উক্ত অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী বায়োকেমিস্ট (প্রসিকিউটর) নরেশ চন্দ্র বিশ্বাস, অভিযানে কুষ্টিয়ার র্যাব-১২ এবং দৌলতপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যগণ উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করে।
এ সময় জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী বায়োকেমিস্ট (প্রসিকিউটর) নরেশ চন্দ্র বিশ্বাস, সাংবাদিকদের বলেন
অবৈধ ইটভাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।