রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০৪:৩০ অপরাহ্ন
ইবি প্রতিনিধি
ক্যাম্পাসের ভ্যানচালক ও দোকানীদের নিয়ে ইফতারের আয়োজন করেছে রোটার্যাক্ট ক্লাব অব ইসলামিক ইউনিভার্সিটি। মঙ্গলবার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে এ আয়োজন করে সংগঠনটি। এতে ক্লাবের সদস্যরা ছাড়াও অন্তত ২০ জন ভ্যানচালক ও দোকানীর মাঝে ইফতার পরিবেশন করা হয়।
সংগঠনটির সভাপতি মুনজুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. শাহজাহান মণ্ডল। এছাড়া অতিথি হিসেবে ছিলেন রোভার স্কাউট বিশ্ববিদ্যালয় ইউনিট কাউন্সিলের সভাপতি মুসা হাসেমী, ইবি ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি নাসির উদ্দিন আবির, ইবি সামাজিক ও সাংষ্কৃতিক মঞ্চের (ঐক্যমঞ্চ) সদস্য সচিব এস এ এইচ ওয়ালী উল্লাহ, ইবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক টি এইচ জাইম, ইবি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম, কাম ফর রোড চাইল্ড বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শহীদ কাউসার ও স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের সাধারণ সম্পাক প্রত্যয়। এ ছাড়া সংগঠনটির সেক্রেটারী দিদারুল ইসলাম রাসেল, অর্থ সম্পাদক মনির হোসেনসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ইফতারপূর্ব আলোচনায় অতিথিরা বলেন, ‘অন্য সংগঠনগুলোর ইফতার আয়োজনের চেয়ে রোটার্যাক্ট ক্লাবের এই আয়োজন ভিন্নধর্মী। ক্যাম্পাসের ভ্যানচালক ও দোকানীদের ইফতারে অংশগ্রহণের বিষয়টি আয়োজনকে এক ভিন্ন মাত্রা দিয়েছে। শ্রমজীবী এসম মানুষকে নিয়ে ইফতার করতে পারা আমাদের জন্যও আনন্দের। তাদেরকে নিয়ে ইফতারের আয়োজনের মধ্যদিয়ে রোটার্যাক্ট ক্লাব মূলত দেখিয়েছে যে তাদের প্রতিও আমাদের কিছু করার আছে।’
ইফতারে অংশ নেওয়া ভ্যানচালকরা তাদের অনুভূতি জানিয়ে বলেন, ‘আমরা প্রতিদিনই ক্যাম্পাসে ভ্যান চালাই। কিন্তু কেউ আমাদের দাওয়াত করে এভাবে একসঙ্গে খাবার খায় না। আজ এখানে এসে আমরা খুবই খুশী। যারা আমাদের সম্মান দিয়েছে দোয়া করি আল্লাহও তাদের সম্মান বাড়িয়ে দিক।’
ক্লাবের সভাপতি মুনজুরুল ইসলাম নাহিদ বলেন, ‘স্বেচ্ছাবেসী সংগঠন হিসেবে সমাজের মানুষের কল্যানার্থেই আমাদের কার্যক্রম। ক্যাম্পাসের ভ্যানচালক ও দোকানীরা নিয়মিত আমাদের সেবা দিয়ে যাচ্ছে। তারা আমাদের একরকম প্রতিবেশী। এসব শ্রমজীবী মানুষের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের এই আয়োজন। ভ্যানচালক ও দোকানীরা যেভাবে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন এবং অনুভূতি প্রকাশ করেছেন তা আমাদের আনন্দিত করেছে। আমরা আগামী দিনেও এ ধারা অব্যহত রাখতে চাই।’