সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৭:০০ পূর্বাহ্ন
২৯ই মার্চ শুক্রবার কুমিল্লায় অবস্থানরত লাকসাম-মনোহরগঞ্জবাসীদের সম্মানে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) কোটবাড়ি, কুমিল্লায় ময়নামতি অডিটোরিয়ামে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে লাকসাম-মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন উক্ত ফোরামের সম্মানিত আহ্বায়ক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী ও সেভ দ্যা হিউমিনিটির প্রধান নির্বাহী অ্যাডভোকেট বদিউল আলম সুজন।
অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমেদ্বীন জনাব হযরত মাওলানা জহিরুল ইসলাম জাবেরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক জনাব প্রফেসর ডক্টর আব্দুল হাকিম সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আবুল বাশার, ঢাকাস্থ লাকসাম-মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের আহবায়ক জনাব হামিদুর রহমান সোহাগ, মাওলানা জহিরুল ইসলাম, লাকসাম বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব জয়নাল আবেদীন, সাবেক ছাত্রনেতা ইসরাফিল হোসাইন, হাবিবুর রহমান মজুমদার প্রমুখ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অত্র ফোরামের আহ্বায়ক জনাব বদিউল আলম সুজন লাকসাম ও মনোহরগঞ্জের প্রতিটি গ্রামে গ্রামে উন্নয়ন ফোরামের সেবা পৌঁছে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।