শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৮:৪৪ পূর্বাহ্ন

ঘোষনা :
  সম্পূর্ণ আইন বিষয়ক  দেশের প্রথম দৈনিক পত্রিকা   দৈনিক ইন্টারন্যাশনাল এর  পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা   । 
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাবে যা করণীয় জমি আপনার, দখল অন্যের! কী করবেন? রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে সংবিধান, আইনী নৈরাজ্য ও অতীত ইতিহাস! শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতির মিথ্যাচার বনাম সাংবিধানিক সমাধান! সহায় সম্পত্তি পুণ্যের কাজে ওয়াক্ফ গঠন ও প্রাসঙ্গিকতা! শেকড়ের সন্ধানে সাঁইজির ধামেঃ লালন কি জাত সংসারে— রক্তাক্ত মাহমুদুর রহমানের কুষ্টিয়ায় আগমন বনাম দুধের মাছিদের আনাগোনা! জনপ্রশাসন, জেলা প্রশাসক ও স্যার সম্বোধন কতটা সংবিধান ও আইনসম্মত! ক্রেতা ঠকে গেলে বিক্রেতার বিরুদ্ধে যত আইনগত প্রতিকার! আইনে জামিন চর্চা বনাম বিচারকের পদত্যাগের দাবীতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ!
ইবির নতুন ছাত্র উপদেষ্টার দায়িত্বগ্রহণ

ইবির নতুন ছাত্র উপদেষ্টার দায়িত্বগ্রহণ

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ করেছেন। মঙ্গলবার (৩ এপ্রিল) বেলা ১১টায় ছাত্র উপদেষ্টার কার্যালয়ে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সদ্য সাবেক ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন নতুন ছাত্র উপদেষ্টার কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

এসময় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, সিন্ডিকেট সদস্য ও শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. আক্তারুল ইসলাম জিল্লু, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. শফিকুল ইসলাম, আইকিউএসির অতিরিক্ত পরিচালক মহব্বত আলী, সহকারী প্রক্টর আমজাদ হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে অতিথিরা বলেন, অধ্যাপক বাকী বিল্লাহ বিকুল দীর্ঘদিন টিএসসিসির পরিচালক হিসেবে দায়িত্বপালন করেছেন। শিক্ষার্থীদের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে। প্রশাসন একজন যোগ্য মানুষকে এ পদের জন্য নিয়োগ দিয়েছে। আমাদের বিশ্বাস তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামীদিনে সুন্দরভাবে দায়িত্বপালন করবেন।

নতুন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল বলেন, আমাকে প্রশাসন ভরসা করে দায়িত্ব দিয়েছে এটি আমার জন্য আনন্দের। আমি চেষ্টা করবো ছাত্রদের সঙ্গে নিয়ে ইতিবাচক কাজ করতে। এজন্য সবার সার্বিক সহযোগিতা কামনা করছি।

এই সংবাদ টি সবার সাথে শেয়ার করুন




দৈনিক ইন্টারন্যাশনাল.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।  © All rights reserved © 2018 dainikinternational.com
Design & Developed BY Anamul Rasel