রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০৪:৪২ অপরাহ্ন
ষ্টাফ রিপোর্টারঃ কুষ্টিয়ার আইনজীবী কন্যা সামান্তা রহমান ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। সে যশোর বোর্ড থেকে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে কুষ্টিয়া সরকারী বালিকা বিদ্যালয় থেকে এ কৃতিত্ব অর্জন করে। তার বাবা মতিয়ার রহমান (মিলন), পেশায় আইনজীবী ও এ্যাডভোকেট কমিশনার, কুষ্টিয়া জজ কোর্ট। মা জ্যাকোলিন আক্তার একজন গৃহিণী। দাদা মরহুম মজিবর রহমান সেখ এবং নানা মোঃ কাশেম আলী খান, কুষ্টিয়া বড় বাজারের বিশিষ্ট ঢেউটিন ব্যবসায়ী। বড় হয়ে সামান্তা রহমান একজন একজন চিকিৎসক হয়ে দুর্নীতিমুক্ত দেশ গঠন করতে চান। ছবি আঁকা এবং বই পড়া সামান্তা’র প্রিয় শখ।