শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৩:৫৬ অপরাহ্ন
ষ্টাফ রিপোর্টারঃ খোকসা পৌরসভার প্রানকেন্দ্রে ৫ নং ওয়ার্ডের ২০টি পরিবার দীর্ঘদিন জলাবদ্ধতায় ভুগছে। এতে পানিবাহিত রোগসহ নানা ব্যাধিতে আক্রান্ত এ পরিবারগুলো। পৌরসভা জলাবদ্ধতা নিরসনে বারবার উদ্যোগ নিলেও মাত্র দুটি পরিবারের বাঁধার মুখে বারবার পিছু হটেছে। এতে ২০টি পরিবারের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে।
সরেজমিন দেখা যায়, সামান্য বৃষ্টি হলেই খোকসা থানাপাড়ার পাঁচবিল্ডিংয়ের পেছনের শওকত ডিলারের বাড়িসহ আশপাশে ২০টি পরিবারের বাড়ির মধ্যে হাটু পর্যন্ত পানি ঢুকে যায়। জলাবদ্ধতা নিরসনে এ পরিবারগুলো জেলা প্রশাসক, ইউএনও, পৌরসভাসহ একাধিক দপ্তরে আবেদন নিবেদন করলেও কেউ কথা রাখেনি। এভাবেই কেটে গেছে ৫ বছর। খোকসার দুঃখ এখন এ ২০টি পরিবার।
খোকসা পশু অধিদপ্তরের সাবেক অফিস সহকারী কথিত মোস্তফা ডাক্তার ও বাইরে থেকে এসে রুস্তম মাষ্টারের বাড়ির পাশ দিয়ে ড্রেন করার পরিকল্পনা হওয়ায় এ দুটি পরিবার শুরু থেকেই বাঁধা দেয়ার কারণে ড্রেনটি করা সম্ভব হচ্ছে না বলে জানান ভুক্তভোগী পরিবারগুলো। অচিরেই জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা না নিলে যে কোন সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।