শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১০:২৬ পূর্বাহ্ন

ঘোষনা :
  সম্পূর্ণ আইন বিষয়ক  দেশের প্রথম দৈনিক পত্রিকা   দৈনিক ইন্টারন্যাশনাল এর  পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা   । 
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাবে যা করণীয় জমি আপনার, দখল অন্যের! কী করবেন? রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে সংবিধান, আইনী নৈরাজ্য ও অতীত ইতিহাস! শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতির মিথ্যাচার বনাম সাংবিধানিক সমাধান! সহায় সম্পত্তি পুণ্যের কাজে ওয়াক্ফ গঠন ও প্রাসঙ্গিকতা! শেকড়ের সন্ধানে সাঁইজির ধামেঃ লালন কি জাত সংসারে— রক্তাক্ত মাহমুদুর রহমানের কুষ্টিয়ায় আগমন বনাম দুধের মাছিদের আনাগোনা! জনপ্রশাসন, জেলা প্রশাসক ও স্যার সম্বোধন কতটা সংবিধান ও আইনসম্মত! ক্রেতা ঠকে গেলে বিক্রেতার বিরুদ্ধে যত আইনগত প্রতিকার! আইনে জামিন চর্চা বনাম বিচারকের পদত্যাগের দাবীতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ!
ফ্যাসিবাদী আওয়ামী প্রেতাত্মাদের কারনে তিনি এএজি পদে যোগদান করলেন না!

ফ্যাসিবাদী আওয়ামী প্রেতাত্মাদের কারনে তিনি এএজি পদে যোগদান করলেন না!

একটি আবেগঘন স্ট্যাটাস:
আমার নাম মুসতাসীম তানজীর, নতুন নিয়োগপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্ণি জেনারেল সিরিয়াল নং ৮১
ফ্যাসিবাদী আওয়ামী লীগের সাবেক সরকারের ডিএজিদের বা এএজিদের অনেককেই আবার অ্যাটর্ণি জেনারেল অফিসে পুনরায় নিয়োগ করা হয়েছে।
শহীদদের রক্ত মাড়িয়ে তাদের সঙ্গে সহকর্মী হিসেবে আমি যোগদান করবোনা।
অ্যাটর্ণি জেনারেলকে যোগদান না করার সিদ্ধান্ত জানিয়ে এসেছি। ওনার রুক্ষ ব্যবহারে আমি বেশ অবাক হয়েছি।
তবে নির্মম বাস্তবতা হচ্ছে অনেকেই এএজি ও ডিএজি হবার কারণে এই ইস্যু নিয়ে আর মুখ খুলতে সাহস পাবেননা।
কারণ এতে নিয়োগ বা পদোন্নতি পেতে সমস্যা হবে।
এছাড়া কিছু উচ্চপদস্থ নেতা এসব প্রতিবাদ দেখলে চরম অসন্তুষ্ট হবেন এবং মাথাগরম বলে আখ্যায়িত করবেন।
ওনাদেরকেও খুশি রাখতে অনেকেই ব্যস্ত।
ব্যক্তির চাইতে দল বড় – তবে দলের চাইতেও যে দেশ বড় এটা এখন একটা বিস্মৃত উক্তি।
দেশ না থাকলে আপনি দল দিয়ে কি করবেন।
তবে ছোট মুখে একটা কথা বলি।
সবাই এরকম ব্যক্তিগত লাভক্ষতির চিন্তা করলে এই দেশে আবু সাঈদদের মতো মানুষরা রাস্তায় দাড়াতোনা।
৫ই আগস্টের মুক্তিও আসতোনা।
কেউ কেউ এসব হুমকি বা নিজের ক্ষতির সম্ভাবনা সত্বেও মাথা উঁচু করে কথা বলেছেন এবং বলবেন।
তাদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা রইলো।
সব বিষয় ক্যারিয়ারের লাভ, পদোন্নতি মোহাচ্ছন্ন ভবিষ্যত বা মোটা টাকার অংক দিয়ে মাপা যায়না।
আল্লাহ রুটি রুজি বা সম্মান তকদীরে লিখে রাখলে এএজি বা ডিএজি না হয়ে বা দলের পদ পদবী না নিয়েও মাথা উঁচু করে বেঁচে থাকতে পারবো ইনশাল্লাহ।
এক যুগে সুপ্রিম কোর্টে আওয়ামী লীগ সরকারের অন্ধকার সময়ে ওকালতি করার পর যেটুকু অভিজ্ঞতা ও বুদ্ধি বিবেচনা আছে তাতে এসব দেখে মেনে নেওয়া সম্ভব না।
আমি নিতান্তই তুচ্ছ একজন আইনজীবী।
এই লেখাও সম্ভবত খুব বেশী কেউ পড়বেন না।
আমার এএজি পদে যোগদান না করার সামান্য প্রতিবাদে, কারো হয়তো কিছুই যাবে আসবেনা।
তবে আমি অন্তত নিজের বিবেকের কাছে পরিষ্কার ও দায়মুক্ত থাকতে পারবো।
প্রতিবাদ না হলে সমগ্র দেশে ফ্যাসিবাদীদের পুনঃপ্রতিষ্ঠার প্রকৃয়া এভাবেই সবার চোখের সামনে চলতে থাকবে;
যার দীর্ঘমেয়াদী পরিণতি হবে অকল্পনীয় রকম ভয়াবহ।
গত দিনগুলোর কথা ইতিমধ্যেই অনেকের স্মৃতিতে ঝাপসা হয়ে গেছে।
আমি অন্তত ভুলবোনা সেই অন্ধকার সময়ের,
“সহস্রাব্দের শ্রেষ্ঠ খুনির”
সহযোগী সরকারের সেইসব আইনজীবীদের কথা –
“যখন প্রিয়জনদের কান্নাকেও দন্ডিত করা হতো রাষ্ট্রদ্রোহিতার অপরাধে।”
যারা ঘটনার কিছুই জানেন না তাদের জন্য এই ঘটনা সংক্রান্ত কিছু জাতীয় দৈনিকের লিংক কমেন্টের ঘরে দেওয়া হলো।

এই সংবাদ টি সবার সাথে শেয়ার করুন




দৈনিক ইন্টারন্যাশনাল.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।  © All rights reserved © 2018 dainikinternational.com
Design & Developed BY Anamul Rasel