শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১১:২৯ পূর্বাহ্ন
ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়েরব (ইবি) অধ্যাপকদের মধ্য থেকেই বিশ্ববিদ্যালয়টির উপাচার্য নিয়োগ দিতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকরা। শিক্ষকদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এর আগে রবিবার বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদে সভা কক্ষে শিক্ষকদের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সেখান থেকে এ অনুরোধ জানানো হয়েছে। আরবী ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মোঃ আব্দুল মালেক সভার সভাপতিত্ব করেন।
সভায় শিক্ষকগণ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দের মধ্য থেকে অনতিবিলম্বে একজন সৎ, যোগ্য, শিক্ষার্থী বান্ধব ও সংস্কারমনা অধ্যাপককে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর নিয়োগ দানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের জন্য প্রত্যয় পেনশন স্কিম বাতিল ও স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে শিক্ষকবৃন্দের দীর্ঘ আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থান এবং প্রলয়ঙ্কাকারী বন্যার ফলে দীর্ঘদিন শিক্ষার্থীগণ ক্লাসের বাইরে। ফলে লেখাপড়ায় ব্যাপক ক্ষতিসাধন এবং তীব্র সেশনজটের সৃষ্টি হয়েছে। সভায় একাডেমিক এই অচলাবস্থা নিরসনের বিষয়ে সবিস্তার আলোচনা হয় এবং এই ক্ষতি পুষিয়ে উঠতে বেশ কিছু গঠনমূলক পরিকল্পনা গৃহীত হয়। শিক্ষকবৃন্দ এও মনে করেন যে, খুব দ্রুত ভাইস- চ্যান্সেলর নিয়োগ দানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক, একাডেমিক ও নানা ক্ষেত্রে সৃষ্ট অচলাবস্থার যথার্থ নিরসন সম্ভব হবে ।