শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১২:০১ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি : সুপ্রিম কোর্ট দিবস পালন করা হবে ২ জানুয়ারি। সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে প্রতি বছর ১৮ ডিসেম্বর দিবসটি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হলেও কোর্টের অবকাশকালীন ছুটি থাকায় এবার ২ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
এর আগে ২৫ অক্টোবর সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় এ দিবস পালন করার সিদ্ধান্ত নেয়া হয়। এদিকে প্রথমবারের মতো হতে যাওয়া সুপ্রিম কোর্ট দিবসে আলোচনা সভার আয়োজন করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সুপ্রিম কোর্টের জাজেস স্পোর্টস ক্লাবের আলোচনা সভায় রাষ্ট্রপতি উপস্থিত থাকবেন বলে বৃহস্পতিবার জানানো হয়।
আলোচনা সভায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্টে উভয় বিভাগের বিচারপতি ও আইনজীবীরা উপস্থিত থাকবেন বলেও জানানো হয়। ওইদিন সব কর্মকর্ত ও কর্মচারীদের বাধ্যতামূলকভাবে পরিচয়পত্র বহন করতে বলা হয়েছে।