বুধবার, ২২ মার্চ ২০২৩, ১০:৫৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি : কুষ্টিয়ায় প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। জেলার প্রাথমিক, ইবতেদায়ী, দাখিল ও ভোকেশনাল, মাধ্যমিক, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের বই বিতরণ করা হয়।
সোমবার সকালে কুষ্টিয়া জিলা স্কুলে জেলা প্রশাসক মো. জহির রায়হান শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন।
কুষ্টিয়া জিলা স্কুলের প্রধান শিক্ষক মো: ইফতেখাইরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) হাসান হাবিব, জেলা শিক্ষা অফিসার জায়েদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার ফজলুৃল হক।
এসময় কুষ্টিয়া সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুসনেয়ারা, কুষ্টিয়া কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেবুন নেসা সবুজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।